ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

মিলানকে হারিয়ে অডি’র তৃতীয় টটেনহাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
মিলানকে হারিয়ে অডি’র তৃতীয় টটেনহাম ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান জায়ন্ট এসি মিলানকে ২-০ গোলে হারিয়ে অডি কাপের তৃতীয়স্থান নিশ্চিত করলো টটেনহাম। অ্যালিয়াঞ্জ অ্যারিনায় ইংলিশ ক্লাবটির হয়ে গোল দুটি করেন নেসার চাদলি ও টম কারোল।



এর আগে টটেনহাম আসরের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে একই ব্যবধানে হেরেছিল। তবে এদিন সিরিআ দলটিকে কোন পাত্তাই দেয়নি প্রিমিয়ার লিগের মাঝারি মানের দলটি।

এদিন প্রথম থেকেই দুর্দান্ত খেলতে থাকা টটেনহাম ম্যাচের আট মিনিটেই লিড নেয়। ট্রিপ্পিয়ারের অ্যাসিস্ট থেকে দলের প্রথম গোলটি করেন চাদলি। পরে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় দলটি।

বিরতির পরও নিজেদের আধিপত্য বিস্তার করে খেলতে থাকে টটেনহাম। আর ম্যাচের ৭১ মিনিটে জয় নিশ্চিত করা গোলটি করেন কারোল। বলের জোগানদাতা ছিলেন সেই ট্রিপ্পার।  

ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে শক্তিশালী মিলান। এ টুর্নামেন্টের ফাইনালে রিয়ালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে বায়ার্ন মিউনিখ।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, আগষ্ট ০৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।