ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

আরো সুন্দর হতে চান রোনালদো (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
আরো সুন্দর হতে চান রোনালদো (ভিডিও) ছবি : সংগৃহীত

ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদো যে একজন সুদর্শন পুরুষ সে বিষয়ে কারো দ্বিমত থাকার কথা নয়। ফ্যাশন সচেতন রিয়াল মাদ্রিদের এ তারকা ফুটবলার নিজের হেয়ার স্টাইলকে বেশ গুরুত্ব দিয়ে থাকেন।

সেরা চুলের কাট নির্বাচনে এবার ভক্তদের মতামত জানতে চেয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন।

চুলের স্টাইলের মাধ্যমে নিজেকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে চাইছেন রোনালদো। এটিই তিনি ভিডিও ম্যাসেজে উল্লেখ করেন। সবচেয়ে সেরা চুলের কাট বাছাই করতে টুইটার অনুসারীদের মতামত জানতে চান তিনবারের ব্যালন ডি’অর জয়ী এ ফরোয়ার্ড।

ভিডিও চিত্রে দেখা যায়, রোনালদোর সঙ্গে দুজন হেয়ার স্টাইলিস্ট দাঁড়ানো। তারা পর্তুগিজ তারকার দাড়িগোঁফ কামিয়ে চুল কাটার প্রস্তুতি নিচ্ছিলেন।

অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে সিআর সেভেনের ভাষ্য, ‘হ্যালো, আমি এখানে বন্ধুদের সঙ্গে থেকে চুল কাটছি। তোমরা কি মনে কর? আমার চুলের মধ্যে লাইন থাকবে নাকি থাকবে না। শিগগিরই আমাকে জানাও। কারণ, আমি আরো সুন্দর হতে চাই। সবাই নিজের যত্ন নিও। ’


বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।