ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

শীর্ষে আজেন্টিনা, এগিয়েছে ব্রাজিল-চিলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
শীর্ষে আজেন্টিনা, এগিয়েছে ব্রাজিল-চিলি ছবি : সংগৃহীত

ঢাকা: সর্বশেষ ফিফা র‌্যাংকিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। নেইমারের ব্রাজিল একধাপ এগিয়ে উঠে এসেছে পাঁচ নম্বরে।

এদিকে একধাপ নেমে তিন নম্বরে নেমে গেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

কোপা আমেরিকা আর গত বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা ১৪২৫ রেটিং নিয়ে শীর্ষেই রয়েছে। শীর্ষস্থানে থাকা দলটির আগের রেটিং ছিল ১৪৭৩।

জার্মানিকে টপকে দুইয়ে উঠে এসেছে এডেন হ্যাজার্ডের বেলজিয়াম। ১২৪৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়ানদের জায়গা করে দিতে তিন নম্বরে নেমে গেছে জোয়াকিম লো’র জার্মানি। বিশ্বচ্যাম্পিয়নদের অর্জিত রেটিং পয়েন্ট ১২২৬। এদিকে, রিয়াল তারকা জেমস রদ্রিগেজের কলম্বিয়া ১২১৮ রেটিং নিয়ে চতুর্থ অবস্থানেই রয়েছে।

কার্লোস দুঙ্গার ব্রাজিল একধাপ উঠে এসে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে। কোপা আমেরিকার ব্যর্থ মিশন শেষেও সেলেকাওরা অর্জন করেছে ১১৮৬ রেটিং। নেইমার বাহিনীর পরেই রয়েছে ১১৭৭ রেটিংপ্রাপ্ত ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল। আর সাত নম্বরে এসেছে রোমানিয়া। ১১৬৬ রেটিং অর্জন করেছে রোমানিয়ানরা। একধাপ করে এগিয়ে ওয়েইন রুনির ইংল্যান্ড এবং গ্যারেথ বেলের ওয়েলস চলে এসেছে যথাক্রমে আট ও নয় নম্বরে।

আর্জেন্টিনাকে হারিয়ে কোপার চ্যাম্পিয়ন হওয়া অ্যালেক্সিজ সানচেজ, ক্লদিয়ো ব্রাভো, ভিদাল আর ভারগাসদের চিলি সর্বশেষ ৠাংকিংয়ে উঠে এসেছে শীর্ষ দশে। একধাপ এগিয়ে তাদের বর্তমান রেটিং ১১২৪।

একধাপ এগিয়ে স্পেন উঠেছে ১১তম স্থানে। আর স্প্যানিশদের জায়গা ছেড়ে দিতে ১২তম স্থানে নেমে গেছে নেদারল্যান্ডস। এর পরের জায়গাগুলো ধরে রেখেছে ক্রোয়েশিয়া, স্লোভাকিয়া, অস্ট্রিয়া আর ইতালি।

ফিফার সর্বশেষ ৠাংকিংয়ে বাংলাদেশের একধাপ অবনতি হয়েছে। ১০২ রেটিং অর্জন করা লাল-সবুজের জার্সিধারীরা রয়েছে ১৭০তম অবস্থানে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০৬ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।