ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

দেশে ফিরল আরচারি দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
দেশে ফিরল আরচারি দল

ঢাকা: ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড আরচারি কংগ্রেস শেষে ডেনমার্কের কোপেনহেগেন থেকে বুধবার (০৬ আগস্ট) বাংলাদেশ আরচারি দল দেশে ফিরেছে। এ চ্যাম্পিয়নশিপে ৯৫টি দেশ অংশগ্রহণ করে।



রিকার্ভ ডিভিশনে পুরুষ সেকশনে দলগতভাবে ৬২ দেশের মধ্যে বাংলাদেশ ৩৮তম র‌্যাংকিং অর্জন করে। রিকার্ভ ডিভিশনে পুরুষ সেকশনে ২১২ আরচারের মধ্যে এককে রুমান সানা ১৭তম স্থান অর্জন করেন। শেখ সজীব ১৪৬তম ও ইমদাদুল হক মিলন ১৬৫তম এবং মহিলা সেকশনে ১৫৭ আরচারের মধ্যে শ্যামলী রায় ৮১তম, মাথুই প্রু মারমা ১১১তম হন।

রিকার্ভ মিশ্র দলীয় প্রতিযোগিতায়ও বাংলাদেশ ৩৮তম র‌্যাংকিং অর্জন করে। কম্পাউন্ড ডিভিশনে পুরুষ সেকশনে দলগতভাবে ৩১ দেশের মধ্যে বাংলাদেশ দল ৩০তম হয়।

কম্পাউন্ড ডিভিশনে পুরুষ সেকশনে এককে সুমন কুমার দাস ১০৯তম, রামকৃষ্ণ সাহা ১১০তম, অলিউল ইসলাম ১১৩তম হন। আর মহিলা সেকশনে ৯৭ আরচারের মধ্যে সুস্মিতা বণিক ৯৩তম স্থান অর্জন করেন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।