ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

পিছিয়ে থেকেও মুক্তিকে হারালো জামাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
পিছিয়ে থেকেও মুক্তিকে হারালো জামাল

ঢাকা: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে শেখ জামাল। বৃহস্পতিবার (০৬ আগস্ট) ম্যাচে তারা প্রতিপক্ষ মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে পরাজিত করে।

তবে ম্যাচ জয়টি মোটেও মধুর ছিল না শেখ জামালের।

কারণ প্রথমে পিছিয়ে থেকে জয় পেতে হয় দলটিকে। লিগের প্রথম পর্বেও একই ব্যবধানে ‘অল রেডস্’ খ্যাত মুক্তিকে পরাজিত করেছিল ‘বেঙ্গল ইয়োলোস’ খ্যাত শেখ জামাল।

নিজেদের ১৯তম ম্যাচে এটা জামালের ১৫তম জয়। তাদের সংগ্রহ ৪৮ পয়েন্ট। গত ম্যাচেই মোহামেডানকে হারিয়ে লিগ শিরোপা অক্ষুণ্ন রাখে দলটি। পক্ষান্তরে সমান ম্যাচে এটা মুক্তির অষ্টম হার। ২৫ পয়েন্ট নিয়ে আগের ষষ্ঠ স্থানেই রয়েছে দলটি।

ম্যাচের ৩৪ মিনিটে মুক্তির সেনেগালের ফরোয়ার্ড কামারা সার্বা লিড এনে দেন দলকে (১-০)। ৬০ মিনিটে মামুনুল ইসলামের দর্শনীয় ভলি এমেকা ডার্লিংটনের গায়ে লেগে গোল হলে ম্যাচে সমতায় ফেরে শেখ জামাল (১-১)।

চলমান লিগে এটি এমেকার ব্যক্তিগত ১৮তম গোল। যা লিগে এ পর্যন্ত সর্বোচ্চ গোলের রেকর্ড। আর ৮৯ মিনিটে জামালের ফরোয়ার্ড তকলিস আহমেদের পাসে থেকে গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোয়ে গোল করলে লিড নেয় জামাল (২-১)।

নির্ধারিত সময় শেষে আর কোনো গোল না হলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জামাল।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ৬ আগস্ট ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।