ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

সিলেটে ভারত-নেপাল ফুটবল দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
সিলেটে ভারত-নেপাল ফুটবল দল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়ানশিপ-২০১৫তে অংশ নিতে সিলেটে পৌঁছেছে ভারত-নেপাল ফুটবল দল।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় দল দু’টি।



এদিকে, স্বাগতিক বাংলাদেশ দল আগে থেকেই অবস্থান করছে সিলেটে। গত মঙ্গলবার (৩ আগষ্ট) দলের সদস্যরা সিলেটে বাফুফের ফুটবল প্রশিক্ষণ একাডেমিতে উঠেছে।

সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অন্য তিনটি দলের মধ্যে শ্রীলঙ্কা শুক্রবার ও আফগানিস্তান ও মালদ্বীপ শনিবার সিলেট এসে পৌঁছাবে।

৯ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সিলেট জেলা স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়ানশিপের সব খেলা অনুষ্ঠিত হবে।

রোববার (০৯ আগস্ট) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, আগষ্ট ০৬, ২০১৫
এনইউ/এএএন/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।