ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

গোমর ফাঁস করলেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
গোমর ফাঁস করলেন ডি মারিয়া ছবি : সংগৃহীত

ঢাকা: সবাই জানে সম্পূর্ণ স্বেচ্ছায় ক্লাব বদলে প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দিয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। তবে ব্যাপারটি ঠিক তা নয়।

ইংল্যান্ড ছাড়ার নেপথ্য কাহিনী তিনি তুলে ধরেছেন। তার মতে, ম্যানচেস্টার ইউনাইটেডই তাকে রাখতে চায়নি।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) চার বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজিতে যোগ দেন ডি মারিয়া। যার আর্থিক মূল্য ৬৩ মিলিয়ন ইউরো। এর আগে মঙ্গলবার (০৪ আগস্ট) কাতারের রাজধানী দোহায় তার মেডিকেল পরীক্ষা করানো হয়।

গত মৌসুমে ডি মারিয়াকে দলে ভিড়িয়ে কতটাই না উচ্ছ্বাস দেখায় রেড ডেভিলসরা। ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ৫৯.৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু, এক মৌসুম যেতেই আর্জেন্টাইন তারকার প্রতি তারা আর আস্থা রাখতে পারেনি।

কিন্তু, দুর্দান্ত ফর্মে থেকেও ইংলিশ লিগে অনেকটা নিজেকে হারিয়ে খোঁজেন। ইনজুরির কারনে তার ফিটনেস সমস্যাও প্রকট হয়। সম্প্রতি প্রাক-মৌসুম প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ না দেওয়ার পর থেকেই তার ক্লাব ছাড়ার সম্ভাবনা জোড়ালো হয়। শেষ পর্যন্ত শঙ্কাকে সত্যিতে পরিণত করে তিনি ম্যানইউ অধ্যায়ের ইতি টানেন।

তবে ক্লাব ছাড়তে তাকে বাধ্য করে ম্যানইউ। তার কথাতেই এটি সুস্পষ্ট। ‘প্রথমত, আপনাদের জানতে হবে যে ম্যানচেস্টার ইউনাইটেড আমাকে বিক্রি করে দিতে চেয়েছে। এর পরেই আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিই। আমি যেমন পিএসজিতে যোগ দিতে চেয়েছি, ঠিক তেমনি তারাও আমাকে নিতে চেয়েছে। প্যারিসে এসে আমি খুবই খুশি। ম্যানচেস্টার এখন অতীত। ’

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।