ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

রিয়ালের প্রস্তাবে রাজি নয় রামোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
রিয়ালের প্রস্তাবে রাজি নয় রামোস ছবি: সংগৃহীত

ঢাকা: ক্লাব ছাড়ার গুঞ্জন থামলেও রিয়াল মাদ্রিদের নত‍ুন প্রস্তাবে সাড়া দেননি সার্জিও রামোস। ক’দিন ধরেই তার চুক্তি নবায়নের কথা চলছিল।

কিন্তু, এখন পর্যন্ত তিনি এতে সাঁয় দেননি।

মূলত, নতুন চুক্তির আর্থিক দিকটায় সন্তুষ্ট নন রামোস। প্রতি মৌসুম বাবদ তাকে ৮.৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয় রিয়াল। কিন্তু, তার এজেন্টের দাবি ১০ মিলিয়ন ইউরো। দর-কষাকষি নিয়েই নতুন চুক্তি সম্পন্নে বিলম্ব হচ্ছে।

রামোসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৭ সালে। ২৯ বছর বয়সী এ স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গে নতুন চুক্তির মেয়াদ সম্পর্কে কোনো আভাস পাওয়া যায়নি। ২০০৫ সাল থেকে তিনি রিয়ালের রক্ষণভাগ সামলাচ্ছেন।

সম্প্রতি রামোসের ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানোর জোর গুঞ্জন ওঠে। ব্যাপারটি এমন দাঁড়ায় যে, অচিরেই হয়তো তিনি বার্নাব্যু ছাড়বেন। কিন্তু, শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি। তবে, রিয়ালের নতুন চুক্তিতে সম্মত না হলে আবারো যে তার ক্লাব ছাড়ার সম্ভাবনা জাগবে তা আর বলার অপেক্ষা রাখে না!

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।