ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

মেসির এমন কাণ্ড অনেকটাই ‘স্বাভাবিক’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
মেসির এমন কাণ্ড অনেকটাই ‘স্বাভাবিক’ ছবি : সংগৃহীত

ঢাকা: অনেকেই বলছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির প্রতিপক্ষের খেলোয়াড়ের গলা চেপে ধরাটা একটু বাড়াবাড়িই হয়েছে। তবে, খোদ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ভাইস-প্রেসিডেন্ট জরদি মেসত্রে জানিয়েছেন, মেসির এমন কাণ্ড অনেকটাই ‘স্বাভাবিক’।



এর আগে ফুটবল মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড়ে দেয়ার ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার। প্রতিপক্ষের খেলোয়াড়কে গলা ধাক্কা দিয়ে লাল কার্ড দেখার ঘটনাও কম নয়। মাঠে ঢুস বা হালকা ধাক্কাধাক্কি দেখেছে বিশ্বফুটবল।

হোয়ান গাম্পার ট্রফিতে ইতালিয়ান জায়ান্ট রোমার বিপক্ষে ম্যাচের ৩৪ মিনিটের মাথায় মেজাজ হারিয়ে বিপক্ষের ডিফেন্ডারকে গুঁতো মারেন মেসি। শুধু গুঁতো মেরেই থামেননি তিনি, গলা চেপে ধরেন ডি-বক্সের কাছে থাকা প্রতিপক্ষ ফুটবলার ইয়াঙ্গা-এমবিওয়ার। নেইমারের সঙ্গে ওয়ান-টু ওয়ান পাস খেলে রোমার ডি-বক্সের ভেতর ঢুকেন মেসি। কিন্তু রেফারি অফসাইটের বাঁশি বাজালেও মেসি না থেমে বল নিয়ে এগুতে থাকেন। এ সময় এমবিওয়া মেসিকে কিছু বললে তাদের মাঝে তর্ক বাধে। মেসি হাত দিয়ে এমবিওয়ার গলা চেপে ধরেন। সেখান থেকেই এমন বাজে ঘটনার সৃষ্টি হয়।

রোমার বিপক্ষে কাতালানদের ৩-০ গোলের জয়ের চেয়ে মেসি কাণ্ডে এখনও হতবাক ফুটবল বিশ্ব।

তবে, অবাক হননি বার্সার ভাইস-প্রেসিডেন্ট। এ ঘটনা প্রসঙ্গে জরদি মেসত্রে বলেন, ফুটবল ম্যাচে অনেক ঘটনা ঘটে থাকে। আর মেসির মতো এ ধরণের ঘটনা হরহামেশাই হচ্ছে। ফুটবল ম্যাচে এটা স্বাভাবিক। এ ঘটনা অকল্পনীয় নয়। মেসির প্রসঙ্গটি নিয়ে এতো গুরুত্ব দেওয়ারও কোনো কারণ দেখছি না।

তিনি আরও যোগ করে বলেন, মেসির মতো এমন ঘটনা আগেও যেমন ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে। আপনি যখন ফুটবল খেলবেন, তখন আপনাকে স্বাভাবিক বিষয়গুলোকে মেনে নিতে হবে। আর সেটাই একজন ফুটবলারের জন্য স্বাভাবিক ঘটনা।

ফুটবল ক্যারিয়ারের অভিষেক ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে মাঠে নেমে ৪৪ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখা মেসি দ্বিতীয়বার আর কখনো লাল কার্ড দেখেননি। আর যা-ই হোক, মেজাজ হারানোটা তো মেসির সঙ্গে যায় না!

ভিডিও:


বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।