ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

শক্ত ডিফেন্স চান এনরিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
শক্ত ডিফেন্স চান এনরিক ছবি : সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার মাঝমাঠ, আক্রমণভাগের সাফল্য বরাবরই উজ্জ্বল। তবে প্রশ্নটা হচ্ছে রক্ষণভাগ নিয়ে।

হরহামেশাই কাতালানদের ডিফেন্স দুর্বলতার চিত্র ফুটে ওঠে। তবে, সবকিছু ছাপিয়ে গত মৌসুমেই ট্রেবল জয় করে বার্সা। দলের ডিফেন্ডারদের নিয়ে কোচ লুইস এনরিকও বেশ সন্তুষ্ট।

তবে রক্ষণভাগ আরো শক্তিশালী করতে চান এনরিক। সস্প্রতি প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে চার ম্যাচে আটটি গোল হজম করে বার্সা। লা লিগা চ্যাম্পিয়নদের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। এলএ গ্যালাক্সির বিপক্ষে জয় ছাড়া বাকি তিন ম্যাচেই টানা হারের স্বাদ নেয় স্প্যানিশ জায়ান্টরা। অনেকেই হয়তো যুক্তি দাঁড় করাবেন, মেসি-নেইমার-মাশ্চেরানো-আলভেজরা তো ছিলেন না!

শীর্ষ তারকারা ক্লাবে ফেরায় দলের পারফরম্যান্সও পুরোনো রুপ ফিরে পায়। রোমাকে ৩-০ গোলে হারিয়ে হুয়ান গাম্পার ট্রফির শিরোপা ঘরে তোলে বার্সা। ন্যু ক্যাম্পে ফিরেই গোল পান লিওনেল মেসি ও নেইমার। রক্ষণভাগের দারুণ উন্নতিও সবার নজর কাড়ে।

দলের ডিফেন্স প্রসঙ্গে এনরিক বলেন, ‘পেনাল্টি অংশে ডিফেন্সিভ অবস্থাটা সামলাতে না পারলে খেসারত দিতে হয়। তবে আমরা এ দিকটাই অনেক উন্নতি করেছি। কিন্তু রক্ষণভাগকে আরো ভালো করতে হবে। কারণ, বিশ্বমানের ডিফেন্স না থাকলে শিরোপা জেতা সম্ভব নয়। ’

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।