ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

কিরগিজস্তান যাচ্ছে শেখ জামাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
কিরগিজস্তান যাচ্ছে শেখ জামাল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: কিরগিজস্তানে অনুষ্ঠিতব্য এএফসি কাপে অংশ নিতে শনিবার (০৮ আগস্ট) সকালে ঢাকা ছাড়ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লি:। এ আসরে তারা অংশ নিচ্ছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল হিসেবে।

‘বি’গ্রুপে শেখ জামালের দুই প্রতিপক্ষ হলো কিরগিজস্তানের এফসি আলগা বিশকেক এবং ম্যাকাওয়ের এসএল বেনফিকা ডি ম্যাকাও ক্লাব।

শেখ জামাল তাদের প্রথম ম্যাচ খেলবে ১৩ আগস্ট বেনফিকা এবং ১৫ আগস্ট আলগার বিরুদ্ধে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বিশকেকের স্পার্টাক স্টেডিয়ামে।

গত আসরে শেখ রাসেল ক্রীড়াচক্রকে প্লে-অফ ম্যাচ খেলতে হলেও এএফসি এবার ক্লাবগুলোকে বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে তিনটি করে দল নিয়ে গ্রুপপর্ব পদ্ধতি প্রচলন করেছে। তবে জামালের জন্য দুঃসংবাদ এএফসি কাপে শেখ জামালের কোচ জোসেফ আফুসিকে ডাগ আউটে থাকতে হবে। কারণ তিনি এএফসি লাইসেন্স কোর্স করেননি।

কিরগিজস্তানগামী শেখ জামালের হয়ে যাচ্ছেন ১০ অফিসিয়াল ও ২৪ খেলোয়াড়।

দলের ফুটবলাররা হলেন: মাজহারুল ইসলাম, মাকসুদুর রহমান, শহীদুল আলম, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, রায়হান হাসান, মোহাম্মদ লিংকন, ইয়াসিন খান, নাসির উদ্দিন চৌধুরী (অধিনায়ক), দিদারুল হক, কেষ্ট কুমার বোস, মামুনুল ইসলাম, জামাল ভুঁইয়া, সোহেল রানা, এনামুল হক শরীফ, মোনায়েম খান রাজু, শেখ আলমগীর কবির রানা, শাখাওয়াত হোসেন রনি, তকলিস আহমেদ, রুবেল মিয়া, ওয়েডসন এ্যানসেলমে, এমেকা ডার্লিংটন অনুহা, ল্যান্ডিং ডার্বোয়ে, কাবিরু আবদুল্লাহি মুসা ও চিদোজি জনসন।

দলের স্টাফরা হলেন : জোসেফ আফুসি (কোচ), মাসুদ পারভেজ কায়সার (সহকারী কোচ), আনোয়ারুল করিম হেলাল (ম্যানেজার), আশরাফউদ্দিন আহমেদ (দলনেতা), ভিক্টর এরিয়েল কোলম্যান (ফিজিক্যাল ট্রেনার), হোসেন মোঃ সাইফুজ্জামান (ফিজিও), শহীদুল ইসলাম (ম্যানেজার এডমিন), মাহমুদ হাসান খান (ইভেন্ট ম্যানেজার), শেখ মোঃ দীপু (ফটোগ্রাফার)।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ৭ আগস্ট ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।