ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

রানার্সআপ হওয়ার দৌড়ে এগিয়ে শেখ রাসেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
রানার্সআপ হওয়ার দৌড়ে এগিয়ে শেখ রাসেল ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব চ্যাম্পিয়ন হয়ে গেছে আগেই। তাই রানার্সআপ হওয়ার লড়াইটা এখনও চলছে।

সেই লড়াইয়ে সব থেকে এগিয়ে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড।

শুক্রবার (০৭ আগস্ট) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচে তারা ফেনী সকারকে ৪-৩ গোলে হারিয়েছে। ফলে মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে রানার্স-আপ হওয়ার সুযোগ রয়েছে 'বেঙ্গল ব্লুজ' খ্যাত শেখ রাসেলর। ১৮ ম্যাচে তাদের অর্জন ৩৮ পয়েন্ট। শেখ রাসেল পরের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জিতলেই নিশ্চিত হবে রানার্স-আপ।

শেখ রাসেলের হয়ে ম্যাচে গোল করেন পল এমিল, মিথুন চৌধুরী, জাহিদ হাসান এমিলি ও কিংসলে চিগোজি।

লিগের প্রথম লেগেও ফেনীর বিপক্ষে ২-১ গোলে জিতেছিল রাসেলই। ১৮তম ম্যাচে এটা রাসেলের দশম জয়। ৩৮ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানেই। পক্ষান্তরে ফেনী সকারের সমান ম্যাচে সংগ্রহ ১৮ পয়েন্ট, অবস্থান সপ্তম।

ম্যাচের ১১ মিনিটে সোহেল মিয়ার গোলে এগিয়ে যায় ফেনী সকার (১-০)। তবে ২৪ মিনিটে শেখ রাসেলের দলীয় অধিনায়ক মিথুন চৌধুরী একক প্রচেষ্টায় গোল করলে সমতায় ফেরে (১-১)। প্রধমার্ধ শেষে ১-১ গোল নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে শুরুতেই এগিয়ে যায় রাসেল। ৫১ মিনিটে বক্সের বামপ্রান্ত থেকে কিংসলের উড়ন্ত ক্রসে হেড করে লক্ষ্যভেদ করেন রাসেলের ক্যামেরুনের ফরোয়ার্ড পল এমিল (২-১)। পরের মিনিটে আবারো ব্যবধান বাড়ান রাসেলের ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি (৩-১)।

তবে ৫৮ মিনিটে গাম্বিয়ান ফরোয়ার্ড জাত্তা মোস্তাফার কাটব্যাকে জোরালো শটে  সকারের আলী হোসেন ব্যবধান কমান (২-৩)। এর তিন মিনিট পরে একক নৈপুণ্যে ফেনীর আব্দুল্লাহ আল মামুন ম্যাচে সমতা আনেন (৩-৩)। ফলে ম্যাচ নাটকীয়তায় মোড় নেয়।

৮৮ মিনিটে এগিয়ে যেতে পারতো বেঙ্গল ব্লুজ। কিন্তু রাসেলের ক্যামেরুনের মিডফিল্ডার ইকাঙ্গা ফেনীর গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয়। তবে ইনজুরি টাইমে কিংসলে চিগোজির গোলে আবারও এগিয়ে যায় রাসেল (৪-৩)। নির্ধারিত সময় শেষে রেফারি শেষের বাঁশি বাজালে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মারুফুল হকের শিষ্যরা।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ৭ আগস্ট ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।