ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

নয় বছর পর সিতোরিউ কারাতে-দো চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
নয় বছর পর সিতোরিউ কারাতে-দো চ্যাম্পিয়নশিপ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: সপ্তম সিতোরিউ কারাতে-দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে। এরপর দীর্ঘ ৯ বছরে এই টুর্নামেন্ট আর আয়োজন করা সম্ভব হয়নি।

অবশেষে দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস, অটোমোবাইল ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শনিবার (০৮ আগস্ট) থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন ৮ম সিতোরিউ কারাতে-দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ-২০১৫’।

আসন্ন চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টটি চলবে ১০ আগস্ট পর্যন্ত।

সকাল সাড়ে দশটায় জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী মুহা: ইমাজ উদ্দিন প্রামাণিক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি মো. মুখলেছুর রহমান বিপিএম (এক্স ডিজি ৠাব)। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সিতোরিউ কারাতে-দো ইউনিয়নের সভাপতি সেনসি মাসুদ পারভেজ রুবেল।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, জেলা ক্রীড়া সংস্থা ও সারাদেশের বিভিন্ন কারাতে সংস্থার প্রায় তিন শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করবেন। পুরুষ, মহিলা ও জুনিয়র ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতি ইভেন্টে ১টি করে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদক এবং সনদপত্র প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।