ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

ডি মারিয়াকে নিয়ে শুরু ভিন্ন আলোচনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
ডি মারিয়াকে নিয়ে শুরু ভিন্ন আলোচনা ছবি: সংগৃহীত

ঢাকা: দল-বদলের মৌসুমে সব থেকে আলোচিত ফুটবলারের নাম আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। অনেক জল ঘোলা করে অবশেষে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।



গত ০৬ আগস্ট চার বছরের চুক্তিতে ইংলিশ প্রিমিয়ারের দল ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজিতে যোগ দেন ডি মারিয়া। চার কোটি ৪০ লাখ পাউন্ডের বিনিময়ে ফ্রেঞ্চ ক্লাবটিতে নাম লিখিয়েছেন তিনি।

গত মৌসুমে স্প্যানিশ ক্লাব রিয়াল থেকে ডি মারিয়াকে দলে ভেড়ায় রেড ডেভিলসরা। ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ৫৯.৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিয়াল ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমিয়েছিলেন তিনি। কিন্তু, এক মৌসুম যেতেই আর্জেন্টাইন তারকার প্রতি ম্যানইউ আর আস্থা রাখতে পারেনি।

পিএসজিতে যাওয়ার পর ডি মারিয়া প্রসঙ্গে ম্যানইউয়ের কোচ লুইস ফন গাল বলেন, ‘ডি মারিয়া! আমরা সত্যিই একটি সমাধানে আসতে পেরেছি। তাকে নিয়ে আমাদের বেশ কিছুদিন থেকেই সমস্যা হচ্ছিল। সে অসাধারণ একজন ফুটবলার। কিন্তু, তার থেকেও বড় কথা হলো ডি মারিয়ার দারুণ শুরুর চেয়ে এখন আমাদের দলটি আরও বেশি গতি পাবে।

এদিকে পিএসজিতে আসার গুঞ্জন শুরু হতেই দলটির গোলমেশিন জ্লাতান ইব্রাহিমোভিচ আর এডিনসন কাভানি বলেছিলেন, আমাদের শুরুর একাদশে ডি মারিয়ার মতো একজন ফুটবলারকে খুবই প্রয়োজন। তিনি পিএসজিতে যোগ দিলে নতুন মৌসুমে আমরা নিজেদের আরও উপরে নিয়ে যেতে পারব।

ইব্রা, কাভানির কথা সত্যি করে পিএসজিতে আসা ডি মারিয়া প্রসঙ্গে আরেক আর্জেন্টাইন হাভিয়ের পাস্তোরে বলেন, ডি মারিয়া পিএসজিতে সতীর্থ হওয়ায় আমার উপর চাপ বেড়ে গেছে। দেশের মতো আমি তাকে ক্লাবেও পূর্ণ সমর্থন দিয়ে যাব।

আর্জেন্টাইন এ তারকা প্রসঙ্গে পিএসজির কোচ লরা ব্লা বলেন, দলে ডি মারিয়াকে খুবই প্রয়োজন ছিল। সে আমাদের নতুন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পাইয়ে দেবে বলে আমার বিশ্বাস। ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে, ডি মারিয়াকে দলে ভিড়িয়েছে। সে এমন একজন ফুটবলার যাকে পেয়ে সত্যিই কোচ হিসেবে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করছি।

২৭ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়া ম্যানইউতে এক মৌসুম খেলে ২৭ ম্যাচে গোল করেছেন মাত্র ৩টি। এরপরও লরা ব্লা’র পিএসজি ডি মারিয়াকে নিতে ঝাঁপিয়ে পড়ে। এখানে তিনি সতীর্থ হিসেবে ইব্রা, কাভানি, পাস্তোরেকে ছাড়াও পেয়েছেন ব্রাজিলের থিয়েগো সিলভা, মারকুইনহোস, ডেভিড লুইজদের। এছাড়া পিএসজিতে আর্জেন্টাইন সতীর্থ ইজিকুয়েল লাভেজ্জিকেও পেয়েছেন দেশের হয়ে ৬৬ ম্যাচ খেলা ডি মারিয়া।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ০৮ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।