ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

মেসির কাছে কঠিন প্রতিপক্ষ যারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
মেসির কাছে কঠিন প্রতিপক্ষ যারা ছবি: সংগৃহীত

ঢাকা: ফুটবল ক্লাব বার্সেলোনার মূল স্ট্রাইকার লিওনেল মেসি। তার প্রতিটি পদক্ষেপেই রয়েছে ছন্দ।

তরুণ ফুটবলারদের অনুপ্রেরণার অন্যতম উৎস তিনি। আছেন জাতীয় দল আর্জেন্টিনার অধিনায়কের পদেও। হয়েছেন চারবার বিশ্বসেরা। প্রতিপক্ষ ফুটবলারদের আতঙ্কের বড় নাম মেসি। তবে আর্জেন্টাইন এ তারকা নিজেও তার কঠিন প্রতিপক্ষ হিসেবে কয়েকজনকে মানেন। এদের মধ্যে অন্যতম রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

রোনালদোকে কঠিন প্রতিপক্ষ মানলেও ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ ও নেইমারও একদিন বিশ্ব ফুটবলে শাসন করবে বলে মেসি জানিয়েছেন।

গত মৌসুমে বার্সার ট্রেবল জয়ের পেছনে অসাধারণ ভূমিকা রাখা মেসি সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৫৮টি গোল। ২৮ বছরের এ তারকা বি দ্য ডিফারেন্সের দিদাসকে এক সাক্ষা‍ৎকার দিয়েছেন। যেখানে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

নিচে পাঠকদের জন্য সাক্ষাতকারটি তুলে ধরা হলো:

প্রশ্ন: কাকে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ফুটবলার মনে করেন আপনি?

মেসি: এটা বলা কঠিন। এর মধ্যে আমি একজনকে নিতে চাই না। আসলে সত্যি বলতে বেশির ভাগ ফুটবলারই বার্সায় খেলে, যাদের বিপক্ষে আমি আন্তর্জাতিক ফুটবলে প্রতিপক্ষ হিসেবে খেলি। আমি নেইমার, সুয়ারেজ, ইনিয়েস্তা ও জাভির মোকাবেলা করেছি, তাদের আমার খুবই অদম্য মনে হয়েছে। আর অবশ্যই রোনালদো, রোবেন, রিবেরি, ইব্রাহিমোভিচ ও আগুয়েরোও কঠিন প্রতিপক্ষ। তবে আলাদা করে আমি একজনকে বাছাই করতে পারবো না।

প্রশ্ন: বার্সার অনুশীলনে কে সবচেয়ে ভালো ফুটবলার?

মেসি: এটা বলাও অসম্ভব! জাভি ও ইনিয়েস্তার মত ফুটবলাররা দীর্ঘ সময় ধরে এ ক্লাবের অন্তর জুড়ে আছেন। তারা অনুশীলনে শতভাগ সফল। ক্লাবের অধিনায়ক ও সহ-অধিনায়ক হিসেবে তারা উদাহারণ হয়ে থাকবেন। বার্সার অনুশীলনে কাউকে অলস বলা যাবে না।

প্রশ্ন: আক্রমন ভাগে সঙ্গী হিসেবে সুয়ারেজ, নেইমার সেরা নাকি অন্য কেউ?

মেসি: আমি ভাগ্যবান, কারণ এখানে আমি সেরা কিছু স্ট্রাইকারের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। রোনালদিনহোর সঙ্গে আমার দারুণ জমতো। আমি স্যামুয়েল ইতো, থিয়েরি অঁরি, পেদ্রো, ডেভিড ভিয়া ও অ্যালেক্সিজ সানচেজের সঙ্গে ম্যাচে উপভোগ করেছি। তবে গোলের সহায়তায় শুধুমাত্র স্ট্রাইকাররাই কার্যকরী নয়। লক্ষ্য করুন দানি আলভেজকে, সে আমার গোলে প্রচুর সহায়তা করেছে। তবে নেইমার ও সুয়ারেজের মত ভালো লাইনআপ হয়না।

প্রশ্ন: আপনার দেখা সেরা আক্রমণ ভাগ কি এটাই?

মেসি: তারা দু’জন (নেইমার ও সুয়ারেজ) নিজেদের সেরাটা দিয়ে খেলছে। আমরা তিনজন একসঙ্গে মাত্র একটি মৌসুম কাটিয়েছি। সুতরাং আমাদের নিজেদের আরো কাজ করতে হবে। তবে এটি একটি দলীয় কাজ। আর নেইমার সম্পর্কে আমি আগেও বলেছি, সে এক সময় বিশ্বসেরা হবে। সুয়ারেজও একই রকম। আমরা দলের হয়ে ভিন্ন কিছু করতে চাই। সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগষ্ট ০৮, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।