ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

এশিয়ান ইয়ুথ ফুটবলে বাংলাদেশের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
এশিয়ান ইয়ুথ ফুটবলে বাংলাদেশের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ কোরিয়ার জিয়োঞ্জি-ডোর আনসিয়ং সিটিতে চলমান ‘এশিয়ান ইয়ুথ ফুটবল ফেস্টা’ আসরে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল। রবিবার নিজেদের প্রথম দুই ম্যাচে একটিতে জিতেছে এবং আরেকটিতে ড্র করেছে দলটি।



প্রথম ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার আনসান জুনিয়রকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। মোহাম্মদ মিরাজ ৮ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করে। এর আড়াই ঘণ্টা পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার আইএনএফসি জুনিয়রের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ।

রবিবার বাংলাদেশ একই দিনে খেলবে আরও দুটি ম্যাচ। প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান এবং দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ তিমুর।

উল্লেখ্য, আগামী ১০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে ক্ষুদে ফুটবলারদের এই ফুটবল আসর। ১৫ দেশের ৪০ ফুটবল দল অঙশ নিচ্ছে। প্রতি গ্রুপে ৫টি করে দল খেলবে। খেলা হবে মাঠের মোট আয়তনের অর্ধেক অংশে। খেলা হবে ২০ মিনিটের (১০+১০)। ম্যাচে এক দলের খেলোয়াড় থাকবে ৬ জন করে।
 
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।