ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ ছবি : সংগৃহীত

ঢাকা: রোববার (০৯ আগস্ট) থেকে সিলেটে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের খেলা। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং মালদ্বীপ অংশ নিচ্ছে।

উদ্বোধনী ম্যাচে নামছে ভারত ও শ্রীলংকা। বিকাল ৫টায় ম্যাচটি মাঠে গড়াবে।

ইতিমধ্যেই টুর্নামেন্টে অংশ নিতে সিলেট এসে পৌঁছায় সকল দল। আর টুর্নামেন্টের জন্য সিলেট জেলা স্টেডিয়ামকে পুরোদমে প্রস্তুত আছে। ড্রেসিং রুম, হসপিটালিটি বক্স, ভিআইপি বক্স, মিডিয়া বক্স, গ্যালারিসহ পুরো সিলেট জেলা স্টেডিয়াম তৈরি আছে। টুর্নামেন্টটি টিকেটও ছাড়া হয়েছে ইতোমধ্যেই। গ্যালারির টিকেট ৩০ ও ৫০ টাকা। ভিআইপি গ্যালারির টিকেটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।

দুটি গ্রুপে বিভক্ত হয়ে ৬টি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। এর মধ্যে ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে রয়েছে নেপাল, মালদ্বীপ ও আফগানিস্তান।

ওদিকে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে জয় চাইছে বাংলাদেশ। বুধবার মুখোমুখি হবে মালদ্বীপ ও আফগানিস্তান। বৃহস্পতিবার মুখোমমুখি হচ্ছে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। শুক্রবার টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে নেপাল। প্রথম রাউন্ডের খেলা শেষে সরাসরি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১৬ আগস্ট প্রথম সেমিফাইনাল এবং পরদিন ১৭ আগস্ট দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা ১৮ আগষ্ট অনুষ্ঠিত হবে।

তবে টুর্নামেন্টের কোন ম্যাচ বৃষ্টি কিংবা অন্য কোন কারণে নির্ধারিত দিনে মাঠে গড়াতে না পারলে পরদিন সকালে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেমিফাইনালের আগ পর্যন্ত প্রতিটি ম্যাচই বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।

স্বাগতিক দল ছাড়া টুর্নামেন্টে অংশ গ্রহণকারী প্রতিটি দলকে অংশগ্রহণ অর্থ হিসেবে দেয়া হবে ৫ হাজার ডলার। আর স্বাগতিক বাংলাদেশ আয়োজন হিসেবে পাবে ৫০ হাজার ডলার।
 
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।