ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

লা লিগার প্রস্তুতিতে অ্যাতলেটিকোর জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
লা লিগার প্রস্তুতিতে অ্যাতলেটিকোর জয় ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগার নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিটা ভালোই হলো অ্যাতলেটিকো মাদ্রিদের। প্রীতি ম্যাচে একই লিগের দল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলের জয় পেল রোজি ব্লাঙ্কসরা।



সেস্তেদিও হোসে রিকো পেরেজে খেলার প্রথমার্ধে দিয়েগো সিমিওনের শিষ্যরা আত্মঘাতি গোলে লিড পায়। সোসিয়েদাদ ফুটবলার মার্কেল বেরগার ভুলে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ফার্নান্দো তোরেসরা।

অ্যাতলেটিকোর হয়ে এ ম্যাচে অভিষক হয় পোর্তে থেকে ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে আসা জ্যাকসন মার্টিনেজের।

বিরতির পর ম্যাচের ৭৬ মিনিটে অ্যান্তোনিও গ্রিজম্যানের গোলে লিড দ্বিগুন করে অ্যাতলেটিকো। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সিমিওনের শিষ্যরা।

অ্যাতলেটিকো লা লিগায় ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন দল লাস পারমাসের বিপক্ষে লড়বে। অপরদিকে দেপোর্তিভোর মাঠে খেলতে যাবে সোসিয়েদাদ।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।