ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

ডি মারিয়ায় লুইজের ‍অন্যরকম অনুভূতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
ডি মারিয়ায় লুইজের ‍অন্যরকম অনুভূতি ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাঙ্গেল ডি মারিয়াকে পেয়ে স্বাভাবিকভাবেই বেশ উজ্জীবিত প্যারিস সেইন্ট জার্মেই। তবে, ব্রাজিলিয়ান তারকা ডেভিড লুইজের অনুভূতির জায়গাটা একটু অন্যরকমই বটে।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন খেলোয়াড়কে পেয়ে তিনি একটু বেশিই রোমাঞ্চিত।

কারণটা আর কিছুই নয়। ২০১০ সালেও দুজন ক্লাব সতীর্থ ছিলেন। খেলতেন পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে। ডি মারিয়া পিএসজিতে আসায় তার সঙ্গে লুইজের পুনর্মিলনটাও হয়ে গেল। তাতেই তিনি বেশ উচ্ছ্বসিত। ‘ডি মারিয়া বিশ্বমানের খেলোয়াড়। মানুষ হিসেবেও সে অসাধারণ। আমি খুবই খুশি যে, তার সঙ্গে আবারো একসঙ্গে খেলতে পারব। ’

ক’দিন আগেই ৬৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে চার বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে প্যারিসে পাড়ি জমান ডি মারিয়া। নতুন ক্লাবের হয়ে তার এখনো অভিষেক হয়নি। ফ্রেঞ্চ লিগে লিলের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে গ্যালারিতে বসেই দলের জয় উপভোগ করেন। ধারণা করা হচ্ছে, ১৬ আগস্টের পরবর্তী ম্যাচেই তিনি পুরোপুরি ফিট হয়ে মাঠে নামবেন।

সাবেক চেলসি তারকা যোগ করেন, ‘আমার বিশ্বাস, দলের উন্নতিতে ডি মারিয়া গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তার মতো একজনকে পাওয়াটা দারুণ ব্যাপার। মানসিকভাবেও আমরা এখন আরো এগিয়ে থাকব। এতে করে সম্ভাব্য সব প্রতিযোগিতায় বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে পিএসজির লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে। ’

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।