ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

বার্সার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
বার্সার দল ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: উয়েফা সুপার কাপের জন্য স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা তাদের দল ঘোষণা করেছে। দলে ঠাঁই হয়েছে উঠতি তারকা মুনির আল হাদ্দাদির।

১১ আগস্ট উয়েফা সুপার কাপের ম্যাচে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে গত মৌসুমের ট্রেবলজয়ী কাতালানরা।

ইউরোপা লিগজয়ী সেভিয়ার বিপেক্ষ মাঠে থাকছেন না বার্সার ব্রাজিল তারকা নেইমার। গলায় ভাইরাস সংক্রমণের কারণে তিনি স্কোয়াড থেকে শেষ মুহূর্তে বাদ পড়েছেন। এছাড়া লুইস এনরিক দলে পাচ্ছেন না লেফট-ফুলব্যাক জরদি আলবাকেও। হুয়ান গাম্পার ট্রফির ম্যাচে রোমার বিপক্ষে খেলার সময় তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন।

এছাড়া কাতালান দলটিতে নতুন ভাবে যোগ দেওয়া অ্যালেক্স ভিদাল আর আরদা তুরানকেও মাঠে নামাতে পারবেন না বার্সা কোচ। ট্রান্সফার নিষেধাজ্ঞা থাকায় এ বছরের কোনো ম্যাচেই স্প্যানিশ উঠতি তারকা ভিদাল আর তুরস্কের তুরানকে খেলাতে পারবে না বার্সা।

সর্বোচ্চ আটবার উয়েফা সুপার কাপের অংশ নেয় বার্সা। এর মধ্যে চারবার শিরোপার স্বাদ নিয়েছে কাতালানরা। বাকী চারবার রানার্সআপ হয় স্প্যানিশ জায়ান্টরা। উয়েফা সুপার কাপে ১৯৯২, ১৯৯৭, ২০০৯ আর ২০১১ সালের জয়ী বার্সার থেকে একবার বেশি শিরোপা জিতেছে এসি মিলান। এবারে ইতালিয়ান দলটির রেকর্ডে ভাগ বসাতে মাঠে নামবে বার্সা।

বার্সার ঘোষিত স্কোয়াড: টার স্টেগেন, ক্লদিও ব্রাভো, ম্যাসিপ, দগলাস, পিকে, রেকিটিচ, বাসকুয়েটস, আলভেজ, পেদ্রো, ইনিয়েস্তা, সুয়ারেজ, মেসি, রাফিনহা, মাশচেরানো, বারত্রা, মুনির, সান্দ্রো, রবার্তো, আদ্রিয়ানো, ভারমেলন, ম্যাথিউ এবং হ্যালিলোভিক।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ০৯ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।