ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

জয় পেয়েছেন লিজা-রাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
জয় পেয়েছেন লিজা-রাকিব ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ও মহিলা বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়িং এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ড শেষে ঢাকা  মোহামেডান স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান এবং বাংলাদেশ নৌ-বাহিনীর গ্র্যান্ড মাস্টার আবদুল্লাহ আল রাকিব মোট ৪ পয়েন্ট  অর্জন করেছেন।

অপরদিকে বাংলাদেশ নৌ-বাহিনীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ৩.৫ পয়েন্ট অর্জন করেছেন।



এদিকে, মহিলা বিভাগে সপ্তম রাউন্ড শেষে মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা মোট ৪ পয়েন্ট অর্জন করেছেন।

সপ্তম রাউন্ডে গ্র্যান্ড মাস্টার রাকিব ইরাকের ফিদে মাস্টার আবদুল ওয়াহাব আহমেদকে পরাজিত করেন,  গ্র্যান্ড মাস্টার জিয়া কাজাখস্তানের উতেগালিয়েভ আজামত এবং গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব তাজিকিস্তানের আন্তর্জাতিক মাস্টার ইসেভ জামশেদ এর সাথে ড্র করেন।

মহিলা বিভাগে বাংলাদেশের  মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা উজবেকিস্তানের মহিলা আন্তর্জাতিক মাস্টার কুর্বন্বেভা সর্ভিনজকে পরাজিত করেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ০৯ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।