ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

রিয়ালকে রুখে দিল পুঁচকে ভ্যালেরেঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
রিয়ালকে রুখে দিল পুঁচকে ভ্যালেরেঙ্গা

ঢাকা: প্রীতি ম্যাচে নরওয়ের ক্লাব ভ্যালেরেঙ্গার বিপক্ষে গোলশূণ্য ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচ জুড়েই গ্যালাকটিকোদের হতাশার প্রতিচ্ছবি ফুটে উঠে।

যে দলটিতে তারকা খেলোয়াড়দের ছড়াছড়ি তারাই কিনা ম্যাচ শেষে গোলবঞ্চিত থাকল!

রিয়ালের হয়ে প্রথম একাদশে মাঠে নামেন কেইলর নাভাস, দানিলো, মার্সেলো, রাফায়েল ভারান, নাচো ফার্নান্দেজ, ক্যাসেমিরো, গ্যারেথ বেল, লুকা মডরিচ, জেমস রদ্রিগেজ, জেসে রদ্রিগেজ ও মার্টিন ওদেগার্দ। কোচ রাফা বেনিতেজ আরো ১০ জনকে বদলি হিসেবে মাঠে নামান।

অসলোর উল্লেভাল স্টেডিয়ামে দল হারলেও ম্যাচটি স্মরণীয় করে রাখেন মার্টিন ওদেগার্দ। ঘরের মাঠে প্রতিপক্ষ হিসেবে মাঠে নামেন রিয়ালের ১৬ বছর বয়সী এ মিডফিল্ডার।

পিঠের ইনজুরির কারণে ক্রিস্টিয়ানো রোনালদো খেলতে পারেননি। একই কারণে ছিলেন না ফরাসি তারকা করিম বেনজেমা। তারপরও বড় জয় নিয়ে রিয়াল মাঠ ছাড়বে, এটিই তো সমর্থকদের প্রত্যাশা ছিল। কিন্তু, সবাইকে হতাশা উপহার দেন বেল-রদ্রিগেজ-টনি ক্রুসরা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।