ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

চেক ইস্যুতে অকৃতজ্ঞ মরিনহো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
চেক ইস্যুতে অকৃতজ্ঞ মরিনহো! ছবি: সংগৃহীত

ঢাকা: চেলসির সঙ্গে ১১ বছরের সম্পর্কে শেষ করে পিটার চেক পাড়ি দিয়েছেন আর্সেনালে। ২০১৪-১৫ মৌসুম শেষে চেকের চুক্তির মেয়াদ বাড়ায়নি দলের কোচ হোসে মোরিনহো।

আর দলে নেওয়া হয়েছে নতুন গোলরক্ষক আসমির বেগোভিচকে। সেই সঙ্গে অকৃতজ্ঞের মত মরিনহো জানিয়েছেন, তিনি দলের সাবেক গোলরক্ষকের অভাব অনুভব করেন না।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্লুজদের হয়ে ৩৩৩টি ম্যাচ খেলা চেক আর্সেনালে পাড়ি দিয়েছেন, মরিনহোর হয়তো সেখানে কিছুটা আপত্তি থাকতে পারে। কারণ আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে স্পেশাল ওয়ানের বিরোধটা বেশ পুরোনো।

সোয়ানসি সিটির বিপক্ষে লিগের প্রথম ম্যাচে চেলসির নিয়মিত গোলরক্ষক থিবাউট কোরতোইস লাল কার্ড দেখেন। তাই ম্যানচেস্টার সিটির বিপক্ষে পরবর্তী ম্যাচে তার পরিবর্তে বেগোভিচকেই নামাতে হবে। আর মরিনহো মনে করেন চেকের অভাব পূরণ করতে পারবে বসনিয়ার এ গোলরক্ষক।

মরিনহো বলেন, ‘আমরা পিটারকে মিস করি না। আমরা ভালো একটি গোলরক্ষক পেয়েছি। আসলে পিটার এখানে নেই তাই আমরা তার অভাবে ভুগছি এমনটি না। আমাদের আরো দু’জন চমৎকার গোলরক্ষক আছে। ’

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।