ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

রিয়াল সেরা পারফর্মারদের পায়নি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
রিয়াল সেরা পারফর্মারদের পায়নি

ঢাকা: গত মৌসুমে কোনো শিরোপার দেখা না পাওয়া রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুমের প্রস্তুতিতে মোটেও খুশি নন দলটির নতুন কোচ রাফা বেনিতেজ। খুশি না হলেও বেনিতেজ জানিয়েছেন, নতুন মৌসুমে ইনজুরি কাটিয়ে ফেরা ক্লাবের তারকাদের নিয়ে ঘুরে দাঁড়াবে তার দল।



গত মৌসুমে কার্লো আনচেলত্তির অধীনে কোনো শিরোপাই ছোঁয়া হয়নি রিয়ালের। ফলে, তার স্থলাভিষিক্ত হন নাপোলি থেকে আসা বেনিতেজ।

সর্বশেষ ক্লাব প্রীতিম্যাচে রিয়ালকে রুখে দেয় পুঁচকে ভ্যালেরেঙ্গা। নরওয়ের ক্লাবটির বিপক্ষে গোলশূণ্য ড্র করে স্প্যানিশ জায়ান্টরা। পিঠের ইনজুরির কারণে সে ম্যাচে ছিলেন না দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া একই কারণে ছিলেন না ফরাসি তারকা করিম বেনজেমা। তবে, বড় জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিলেন গ্যারেথ বেল, জেমস রদ্রিগেজ আর টনি ক্রুসরা।

নিজ দলের বর্তমান অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে বেনিতেজ জানান, যারা ম্যাচে গোল করবে আমি তাদেরই দলে ঠিকমতো পাচ্ছিনা। প্রাক-মৌসুমে কম করে হলেও আমরা ২০টি গোলের সুযোগ পেয়েছিলাম। কিন্তু ফিনিসারের অভাবে আমরা সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। আমাদের আরও গোল করা উচিৎ ছিল।

বেনিতেজ আরও বলেন, গুরুত্বপূর্ণ হলো প্রাক-মৌসুমে আমরা নিজেদের খেলায় উন্নতি করেছি। পুরো শক্তির দল পেলে নিজেদের সেরাটা দেখাতে আমাদের সময় লাগবে না। প্রাক-মৌসুমের প্রীতিম্যাচ নিয়ে শিষ্যদের সঙ্গে কথা হয়েছে। এখনও নিজেদের খেলায় সন্তুষ্ট নয় এমনটি বলেছে দলের বেশ কয়েকজন ফুটবলার।

তবে, এখনও দু’সপ্তাহের সময় রয়েছে জানিয়ে বেনিতেজ বলেন, আমাদের হাতে নতুন মৌসুম শুরু করার জন্য আরও কিছু সময় রয়েছে। নিজেদের খেলায় উন্নতি করতে আরও কিছু কাজ বাকী। এরমধ্যেই আমরা সব কিছু ঠিক করে ফেলব।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ১০ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।