ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে অ্যামেচার রেটিং দাবা প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
শুরু হচ্ছে অ্যামেচার রেটিং দাবা প্রতিযোগিতা

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন অ্যামেচার রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৫’।

মঙ্গলবার শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে ১৭ আগস্ট পর্যন্ত।

এ বছর প্রথমবারের মতো ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয়েছে ওয়ালটন অ্যামেচার রেটিং দাবা প্রতিযোগিতা। যেখানে অনূর্ধ্ব-২০০০ ফিদে রেটিংধারী দাবাড়ুরা অংশ নেবে। আইএম, জিএম ও এফএম টাইটেলধারী দাবাড়ুরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

ওয়ালটন অ্যামেচার রেটিং দাবা প্রতিযোগিতায় ঢাকাসহ বিভিন্ন জেলা ও মহানগরী থেকে আনুমানিক ১৬০ জন দাবাড়ু অংশ নেবেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন মো. জাহিদ আহসান রাসেল, এমপি (সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি আমীর আলী রানা।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ১০ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।