ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

বন্দুক হামলায় জার্মান ক্লাব বাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
বন্দুক হামলায় জার্মান ক্লাব বাস ছবি: সংগৃহীত

ঢাকা: বন্দুক হামলার শিকার হলো হারথা বার্লিন দলের বাস। বার্লিন জার্মানের প্রথম বিভাগ ফুটবলের একটি ক্লাব।

তবে এ হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

জার্মানির বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা যায়, বার্লিনের স্পোর্টি ডিরেক্টর মিখায়েল পেরেজ জানিয়েছেন, বাসে চালক একাই ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা এক মোটরসাইকেল আরোহী সরাসরি বাসকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

পেরেজ আরও বলেন, ‘এ ব্যাপারটি জানতে পেরে আমরা গভীরভাবে শোকাহত এবং আশা করি খুব দ্রুত অপরাধীদের ধরা হবে। আমরা সৌভাগ্যভান যে, আমাদের বাসের চালকের কোন কিছু হয়নি। ’

এদিকে খবর পাওয়া গেছে রোবারের (০৯ আগস্ট) এ ঘটনায় স্থানীয় পুলিশ ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।