ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

ওয়ালটন সিতোরিউ কারাতে-দো প্রতিযোগিতা সম্পন্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
ওয়ালটন সিতোরিউ কারাতে-দো প্রতিযোগিতা সম্পন্ন সংগৃহীত

ঢাকা: জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে ‘ওয়ালটন ৮ম সিতোরিউ কারাতে-দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ-২০১৫’ সম্পন্ন হয়েছে। পদক জয়ের দিক দিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাসিকাই।

তবে মহিলা ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আর পুরুষ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাসিকাই।

মহিলা ইভেন্টে ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি তাম্র পদক জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনী। ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য আর ২টি তাম্র পদক জিতে রানার্সআপ হয় বাসিকাই। এদিকে পুরুষ ইভেন্টে বাসিকাই ৬টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ২টি তাম্র পদক জিতে চ্যাম্পিয়ন হয়। আর ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি তাম্র পদক জিতে রানার্সআপ হয় সেনাবাহিনী।

দুই ইভেন্ট মিলিয়ে ৯টি স্বর্ণ ৯টি রৌপ্য ও ৪টি তাম্রসহ মোট ২২টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয় বাসিকাই। আর ৮টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ২টি তাম্রসহ মোট ১৫টি পদক নিয়ে রানার্সআপ হয় বাংলাদেশ সেনাবাহিনী।

প্রতি ইভেন্টে ১টি করে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদক এবং সনদপত্র প্রদান করা হয়। এ ছাড়াও উন্মুক্ত দলগত কুমিতে ইভেন্টে চ্যাম্পিয়ন স্থান অধিকারী দলকে ও রানার্সআপ স্থান অধিকারীকে দলকে প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয়েছে।

এবারের টুর্নামেন্টে ১৫টি ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনী , বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, জেলা ক্রীড়া সংস্থা ও সারাদেশের বিভিন্ন কারাতে সংস্থার প্রায় চার শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে।

সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) ও ভারপ্রাপ্ত সচিব নারায়ণ চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। সমাপণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিতোরিউ কারাতে-দো ইউনিয়নের সভাপতি সেনসি মাসুদ পারভেজ রুবেল।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ১০ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।