ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা সংগৃহীত

ঢাকা: সিলেটে চলমান সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার (১০ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল ৫টায় অনুষ্ঠিত এ ম্যাচে লাল-সুবজ জার্সিধারীদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।



এ আসরে বাংলাদেশের সঙ্গে গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত এবং শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে ভারত। ফলে তাদের এ জয়ে শেষ চারে ওঠার সুযোগ বেড়েছে বাংলাদেশের। তাই শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সেমিতে যাওয়াটা নিশ্চিত হবে দলটির। তবে শ্রীলঙ্কার জন্য এটি বাঁচা-মরার লড়াই। কারণ এ ম্যাচে হারলেই টুর্নামেন্টে থেকে ছিটকে যাবে দলটি।

শ্রীলঙ্কান কোচ সুজুকি চিকাশি ম্যাচের আগে বলেন , ‘ভারতের বিপক্ষে হারের জন্য আমাদের রক্ষণভাগের দুর্বলতাই দায়ী। প্রতিপক্ষ ছিল অনেক শক্তিধর। ওই ম্যাচে আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে চাই। বাংলাদেশ শক্তিশালী দল। তবে আমরা জয়ের জন্যই খেলব। ’

আর বাংলাদেশের কোচ সৈয়দ গোলাম জিলানী বলেন, ‘আমাদের খেলোয়াড়দের অধিকাংশরই পরীক্ষা ছিল। তাই মাত্র বিশ দিন আগে অনুশীলন শুরু করেছি। যদিও শতভাগ প্রস্তুতি নেয়া সম্ভব হয়নি। তারপরও সব মিলিয়ে প্রস্তুতি খারাপ হয়নি। আশাকরি অতীতের চেয়ে এবার আরও ভাল করবে ছেলেরা। আমার বিশ্বাস দল ভাল খেলে মাঠ ছাড়বো। খেলার জন্য মুখিয়ে আছে সবাই। ’

বাংলাদেশ অধিনায়ক শাওন হোসেন জানালেন, ‘প্রস্তুতির জন্য আমরা সময় খুব কম পেয়েছি। তবে আমরা ভাল করার চেষ্টা করব। প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কাকে দুর্বল ভাবার সুযোগ নেই। আমরাও চেষ্টা করব নিজেদের সেরাটা খেলার। '

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে জয় পেলেই বাংলাদেশের সেমিফাইনাল খেলা নিশ্চিত। আর আগামী ১২ আগস্ট মুখোমুখি হবে মালদ্বীপ-আফগানিস্তান। ১৩ আগস্ট মাঠে নামবে সাফ ফুটবলের অন্যতম দুই প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। শুক্রবার টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে নেপাল।

প্রথম রাউন্ড শেষে সরাসরি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১৬ আগস্ট প্রথম সেমিফাইনাল এবং ১৭ আগস্ট দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ আগস্ট।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।