ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

ভাঙছে বর্তমান কমিটি, সংকট সমাধানে 'এ্যাডহক কমিটি'

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
ভাঙছে বর্তমান কমিটি, সংকট সমাধানে 'এ্যাডহক কমিটি'

ঢাকা: হকি সংকট নিরসনে আশার আলো দেখা যাচ্ছে। এই সংকট উত্তরণের দায়িত্ব পেয়েছেন হকি ফেডারেশনের বর্তমান সহ-সভাপতি আবদুর রশিদ শিকদার।

বিদ্রোহী ক্লাব খ্যাত মোহামেডান, মেরিনার্স, ওয়ারী, ওয়ান্ডারার্স ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের অনড় অবস্থানের কারণে নির্বাচিত কমিটি ভেঙে অচিরেই হতে যাচ্ছে হকির এ্যাডহক কমিটি।

এ প্রক্রিয়ায় আবদুর রশিদ দেশের শীর্ষস্থানীয় ক্লাব কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। বুধবার (১২ আগস্ট) হোটেল পূর্বাণীতে ক্লাবগুলোর সঙ্গে এক বৈঠক আহ্বান করা হয়েছে। ক্লাব সূত্রে এ খবর পাওয়া যায়।

ওদিকে বিদ্রোহী ক্লাবগুলোর সাথে হকি ফেডারেশনের কর্তাদের প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। বৈঠকে আলোচনা হয় সংকট নিরসনের বিভিন্ন বিষয় নিয়ে। আর ক্লাবগুলোর পক্ষ থেকে সংকট নিরসনের দায়িত্ব দেওয়া হয় আবদুর রশিদ শিকদারকে।

বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি আবদুর রশিদ শিকদার জানালেন, ‘বিশ্বাস করি সবাই মিলে একটি সমাধানের পথ বের করতে পারবো। অবশ্যই সমাধানের পথ বেরিয়ে আসবে। হকি ফেডারেশন আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করব তা ঠিকভাবে পালন করতে। ’

গত দুই মৌসুমে মর্যাদাপূর্ণ এই লিগে অংশ নেয়নি দুইবারের চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান, মেরিনার ইয়াংস, বাংলাদেশ স্পোর্টিং এবং ওয়ারী ক্লাব। এই চার দলকে বাদ দিয়েই দায়সারা ভাবে লিগ শেষ করে হকি ফেডারেশন। দলগুলো এবারও অংশ নেবে না বলে সাফ জানিয়ে দেয়। তাদের সাথে ঊষাও জানিয়েছে, এই দলগুলো না খেললে তারাও খেলবে না লিগে। চার ক্লাবের দাবি, তারা ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লার অধীনে কোনো খেলায় অংশগ্রহণ করবে না। এমনকি নির্বাহী কমিটির সংস্কারও চায় ক্লাবগুলো।

একাধিকবার পিছিয়েছে হকির দলবদল। তাই এখনও শুরু হয়নি লিগের খেলা। কিছুদিন আগে সচিবালয়ে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের কাছ থেকে দ্বায়িত্ব বুঝে নেন বিমান বাহিনী প্রধান। সভায় আরও উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহসহ নির্বাহী কমিটির সদস্যরা। সভায় আলোচনা হয় দলবদলের বিষয়টি নিয়েও। তবে গতবারের মতো ঢাকা আবাহনী ও ঊষা ক্রীড়াচক্রকে নিয়ে লিগ শুরু প্রস্তাব ছিল।

তবে এবার সেই প্রচেষ্টায়ও গুড়ে-বালি। কারণ ঢাকা আবাহনী খেলতে চাইলেও ঊষা ক্রীড়াচক্র খেলতে চায়নি।

হকির লিগ আয়োজন ও সংকট নিরসনে গত মে মাসে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় যে উদ্যোগ গ্রহণ করেছিলেন তারই ফল এই নয়া-ব্যবস্থাপত্র।

এখন প্রশ্ন আবদুর রশিদ শিকদারের উদ্যোগে কতটুকু আগ্রহী বিদ্রোহী ক্লাবগুলো? এ বিষয়ে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের অন্যতম পরিচালক সারোয়ার হোসেন জানালেন, ‘আমরা খেলতে চাই। এবারের উদ্যোগকে আমরা ইতিবাচক মনে করছি। আমি আশা করছি এর ফলে সামধানের একটি পথ বেরিয়ে আসবে। ’

আর ঢাকা মেরিনারের সাধারণ সম্পাদক রানা হাসান জানান, ‘রশিদ শিকদারের মাধ্যমে ক্লাবগুলোকে নিয়ে সংকট নিরসনের বিষয়টি ইতিবাচকভাবেই দেখছি। তার অধীনে অ্যাডহক কমিটি হলেও লিগে অংশ নিতে আমাদের কোনো সমস্যা নেই। ’

তবে হকি খেলোয়াড় ও সংগঠকদের আশা, কেটে যাবে সকল সংকট। দেশের জনপ্রিয় খেলা হকি আবারো উন্মাদনা ছড়াবে নীল টার্ফে। সেই সাথে হকি খেলোয়াড়দের একমাত্র আয়ের পথ আবারো উন্মুক্ত হবে। এখন দেখার বিষয় নতুন এ উদ্যোগ কতটা আলোর পথ দেখায়।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ১০ আগস্ট ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।