ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

মিডফিল্ডার হিসেবে খেলবেন মেসি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
মিডফিল্ডার হিসেবে খেলবেন মেসি! ছবি: সংগৃহীত

ঢাকা: স্ট্রাইকারের ভূমিকা ছেড়ে মধ্যমাঠে চলে যাচ্ছেন লিওনেল মেসি। অবাক হওয়ার মত বিষয়টি।

বার্সেলোনার প্রাণভোমরা হিসেবে পরিচিত যে তারকাকে সব সময় গোল উৎসব করতে দেখা যেত, তাকে আগামীতে পুরোপুরি গোলের সহায়তায় দেখা যেতে পারে।

এক সাক্ষাতকারে মেসি বলেন, ‘দলের প্রয়োজনে আমি যে কোন পজিশনে খেলতে রাজি। প্রচুর ফুটবলার তাদের ক্যারিয়ারের শেষ দিকে মধ্যমাঠে খেলেছে। আর আমাকেও ভবিষ্যতে এমন পর্যায়ে দেখা যেতে পারে। ’

আর্জেন্টাইন অধিনায়ক আরো বলেন, ‘ইতোমধ্যে আমি মিডফিল্ডে প্রচুর খেলেছি। মধ্যমাঠেও একজন স্ট্রাইকার হয়ে খেলার আনন্দ আছে। অনেক ফুটবলার ‍আছে যারা ক্যারিয়ারের একটা সময় ভিন্ন জায়গায় খেলে উন্নতি করেছে। ’

এদিকে মেসি যখন মিডফিল্ডে খেলার কথা জানিয়েছেন, সে সময় স্প্যানিশ জায়ান্ট দলটি চায় গত মৌসুমের ‘ট্রেবল’ সহ ২০১৫ সালে ছয়টি শিরোপা। এর প্রথম ধাপে বার্সা কোচ লুইস এনরিক আশা করছেন মঙ্গলবারের উয়েফা সুপার কাপে সেভিয়াকে হারিয়ে নতুন মৌসুম শিরোপা দিয়ে শুরু করতে।

চ্যাম্পিয়নস লিগ জয়ী ও উয়েফা ইউরোপা কাপ জয়ী দু’দলের মধ্যকার শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা সুপার কাপ হিসেবে পরিচিত। এছাড়া অন্য দুটি শিরোপাগুলো হলো দ্যা স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্ব কাপ। তবে যাত্রা কাতালান ক্লাবটির বড় বাধা ইনজুরি। মামসে আক্রন্ত হয়ে দলের বাইরে ব্রাজিল অধিনায়ক নেইমার। এছাড়া ইনজুরির কারণে জর্দি আলবাও ছিটকে পড়েছেন।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।