ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

অনুশীলনে ফিরছেন রোনালদো-রামোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
অনুশীলনে ফিরছেন রোনালদো-রামোস ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরি কাটিয়ে রিয়াল মাদ্রিদের অনুশীলনে আবারো ফিরছেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও ডিফেন্ডার সার্জিও রামোস। মঙ্গলবার (১১ আগস্ট) দলের মূল অনুশীলনে থাকার আশা প্রকাশ করেছেন এ দুই তারকা।



কাঁধের ইনজুরির কারণে জার্মানে রিয়ালের প্রাক-মৌসুম সফরে বাদ পড়েছিলেন পর্তুগিজ ‍অধিনায়ক রোনালদো। পরে তিনি লস ব্লাঙ্গসদের নরওয়ে সফরেও ছিলেন না।

অন্যদিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে এ মৌসুমে যাওয়ার গুঞ্জন ওঠা রামোস এখন পর্যন্ত সান্থিয়াগো বার্নাব্যুর সঙ্গে নতুন চুক্তি করেন নি। আর গত রোববার নরওজিয়ান ক্লাব ভালেরেঙ্গার বিপক্ষে তিনিও খেলতে পারেন নি। গত সপ্তাহে অডি কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ইনজুরিতে পড়েন এ অভিজ্ঞ ফুটবলার।

এদিকে ঘরোয়া লিগে ২৩ আগস্ট রিয়াল স্পোর্টি গিজনের মুখোমুখি হবে। সে ম্যাচে দলের অন্য তারকারাও ফিট হিসেবে থাকছেন। আর পরের সপ্তাহের মঙ্গলবার গ্যালাকটিকোদের তুর্কিশ ক্লাব গ্যালাতাসেরায়ের বিপক্ষে সান্থিয়াগো বার্নাব্যু ট্রফি খেলতে হবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।