ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

সারোয়ারের গোলে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
সারোয়ারের গোলে এগিয়ে বাংলাদেশ

সিলেট: সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৫ মিনিটের মাথায় বাংলাদেশের হয়ে লিড নেন সারোয়ার জামান নিপু। ৯ নম্বর জার্সি পরিহিত এ ফুটবলারের গোলে এগিয়ে স্বাগতিকরা।

এর দুই মিনিট আগে আরেকটি গোলের দেখা পেয়েছিল বাংলাদেশ। তবে, অফনাইটের কারণে সেটি বাতিল হয়ে যায়।

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ। নিজেদের দেশে হওয়ায় সাফল্য পেতে একটু বেশি প্রত্যয়ী বাংলাদেশের কিশোররা।

গত দুটি আসর অনুষ্ঠিত হয়েছিল নেপালে। দুটি আসরেই বাংলাদেশের কিশোররা সেমিফাইনাল থেকে ছিটকে পড়ে। ২০১১ সালে প্রথম আসরে ছয় দলের মধ্যে চতুর্থ হয়েছিল বাংলাদেশ। পরের আসরে (২০১৩ সালে) সাত দলের মধ্যে তৃতীয় হয়েছিল বাংলাদেশের কিশোররা।

এবার আর নিজেদের মাঠে খেলা হওয়ায় দর্শকদের বাড়তি সমর্থনও কিশোরদের মনোবল আরও বাড়িয়ে তুলবে বলে মন্তব্য সংশ্লিষ্টদের।

আজকের ম্যাচটিতে জয় পেলেই সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এছাড়া ধারাবিবরণী সম্প্রচার করবে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র।

স্বাগতিকদের খেলা দেখতে ইতোমধ্যে ফুটবল প্রেমীদের ভীড় বেড়েছে সিলেট জেলা স্টেডিয়াম এলাকায়। অনেককে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।