ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

নিউইয়র্কে ডার্বি ম্যাচে দর্শক দাঙ্গা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
নিউইয়র্কে ডার্বি ম্যাচে দর্শক দাঙ্গা (ভিডিও) ছবি : সংগৃহীত

ঢাকা: নগর প্রতিদ্বন্দ্বিদের মধ্যকার ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ফুটবলের ভাষায় যাকে বলে ডার্বি ম্যাচ।

যেমনটি হয় ইংলিশ লিগে ম্যানইউ ও ম্যানসিটি, সিরি আ’তে এসি মিলান ও ইন্টার মিলান, লা লিগায় রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচে।

বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগের ডার্বি ম্যাচকে কেন্দ্র করে উভয় দলের সমর্থকরা প্রায়ই দ্বন্দ্বে জড়ান। কখনো কখনো তা বিরাট আকার ধারণ করে। এবার সেই উত্তেজনার পারদ ছড়াল আমেরিকার মেজর লিগ সকারের (এমএলএস) ডার্বি ম্যাচে।

নিউ ইয়র্ক রেড বুলস ও নিউ ইয়র্ক সিটি এফসি’র মধ্যকার ম্যাচটি শুরুর আগেই দুদলের সমর্থকরা ব্যাপক সহিংসতায় জড়ান। রেড বুল স্টেডিয়াম থেকে এক মাইল দূরে নিউ জার্সির রাস্তায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

অবশ্য, নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় পায় নিউ ইয়র্ক রেড বুলস। অন্যদিকে, পরাজিত দলের হয়ে মাঠে নেমেও খুব একটা সুবিধা করতে পারেননি পিরলো-ল্যাম্পার্ড-ডেভিড ভিয়ারা।

মূলত, ঘটনার সূত্রপাত করেন ব্রিটিশ বংশোদ্ভুত আমেরিকানরা। পরে আরো অনেকেই তাতে যোগ দিয়ে রীতিমত হট্টগোল লাগিয়ে দেয়। হাতাহাতির পাশাপাশি অনেকেই একে অপরকে স্যান্ডউইচ বোর্ড দিয়ে আঘাত করেন। পরে পুলিশের আগমনে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।