ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

প্রিমিয়ার লিগ নিয়ে কাজ করবে সকার গ্রুপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
প্রিমিয়ার লিগ নিয়ে কাজ করবে সকার গ্রুপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের সঙ্গে আগামী দুই বছরের জন্য যুক্ত হতে যাচ্ছে ‘সকার গ্রুপ’। যুক্তরাজ্যের এই প্রতিষ্ঠানটির ইচ্ছা ছিল ফ্রাঞ্চাইজি ফুটবল লিগ আয়োজনের।

তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে আলোচনা করে তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।  

মঙ্গলবার (১১ আগস্ট) প্রতিষ্ঠানের দুই কর্মকর্তার সাথে বৈঠকে সালাউদ্দিন তাদের প্রস্তাব দিয়েছেন তারা যেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে আগে কাজ করে। আর কাজী সালাউদ্দিনের এই প্রস্তাবে রাজী সকার লিগ ইন্টারন্যাশনালের কর্তারা।

এ বিষয়ে মঙ্গলবার বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন, ‘সকার লিগ ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে কাজ করবে। তাদের সঙ্গে আমাদের এ বিষয়ে বৈঠক হয়েছে। ’

সব ঠিক থাকলে মঙ্গলবার রাতেই বাফুফে এবং সকার লিগ ইন্টারন্যাশনালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবার কথা রয়েছে। তবে আপাতত চুক্তিটি দুই বছরের মধেই সীমাবদ্ধ থাকবে। তারা পেশাদার লিগের মান উন্নয়ন, লিগকে বিপনন এবং লিগের আর্থিক বিষয়গুলো নিয়ে কাজ করবে।  

সকার গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কবির জানালেন, 'আমরা ২০১২ সালে থেকে পেশাদার লিগের খোঁজ খবর রাখছি। এ বিষয়ে তখনই সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে একটা সভা করেছিলাম। এছাড়া সাবেক ফুটবলার শেখ মোঃ আসলাম, আরিফ খান জয়ের সঙ্গেও বিভিন্ন সময় লন্ডনে আমাদের কথা হয়েছে। বাংলাদেশের ফুটবলের বিভিন্ন ম্যাচ দেখে কিছুটা ধারণা নিয়েছি। তবে আশা করি বাংলাদেশের ফুটবলের সাথে যোগাযোগ বাড়ালে ভবিষ্যতে ফ্রাঞ্চাইজি ফুটবল লিগ, ‘বাংলাদেশ সুপার লিগ’ নিয়ে কাজ করতে সুবিধা হবে। ’

কী দেখে আপনারা বাংলাদেশের ফুটবলে বিনিয়োগ করতে উৎসাহিত হয়েছেন? এমন প্রশ্নের জবাবে আব্দুল কবির বলেন, ‘প্রথমত এখন পর্যন্ত এদেশের ফুটবলে কেউ বিনিয়োগ করেনি। সবচেয়ে বড় কথা এদেশে ফুটবলের অনেক সমর্থক আছে। যেটা বিশ্বকাপের সময়ই লক্ষ্য করা যায়। তাদের মাঠে ফেরানোর প্রয়াস অব্যাহত থাকবে আমাদের। ’

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ১১ আগষ্ট ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।