ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

লড়াইয়ে টিকে থাকলো মোহামেডান, তবে ...

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
লড়াইয়ে টিকে থাকলো মোহামেডান, তবে ... ছবি : কাসেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে লিগ রানার্স-আপ হওয়ার লড়াইয়ে টিকে রইল ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। এ জয়ের ফলে ১৯ ম্যাচে দলটির সংগ্রহ ৩৭ পয়েন্ট, অবস্থান তৃতীয়।

ফলে চলমান লিগের শেষে সময়ে জমজমাট লড়াইয়ের মুখোমুখি শেখ রাসেল, আবাহনী ও মোহামেডান।

কারণ যদি নিজেদের শেষ ম্যাচে জয় পায় মোহামেডান আর শেখ রাসেল পরাজিত হয় তাদের সর্বশেষ ম্যাচে তবে রানার্স-আপ হয়ে যাবে 'সাদা-কালো' খ্যাত দলটি। তবে মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী যদি তাদের শেষ দুই ম্যাচে জয় পায় তাহলে রানার্স-আপ হওয়ার সুযোগ তাদেরও আছে। তবে দুই দলের মধ্যে গোল ব্যবধানে এগিয়ে মোহামেডানই।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ঢাকা মোহামেডান। ১০ মিনিটের সময় ডানপ্রান্ত থেকে অরুপ বৈদ্যের ক্রসে হেড করে রহমতগঞ্জের জালে পাঠান ইসমাইল বাঙ্গুরা (১-০)। প্রথমার্ধে সমতায় ফেরার জন্য অন্তত দু’টি সহজ সুযোগ নষ্ট করেছে রহমতগঞ্জ। ২৯ মিনিটে রহমতগঞ্জের সোহেলের ক্রসে মাথা ছুঁইয়ে ছিলেন ফরোয়ার্ড নুরুল আবসার কিন্তু বল খুঁজে পায়নি জালের ঠিকানা। আর ৪০ মিনিটে আবারো সতীর্থকে ক্রস দিয়েছিলেন সোহেল। কিন্তু এবার গোল করতে ব্যর্থ হন দিদারুল আলম।

দ্বিতীয়ার্ধে জুড়ে ছিল শক্তির মহড়া। ঠিক কতবার ফাউল হয়েছে তা গুনে শেষ করতে একজন লোক দরকার ছিল মাঠে! শেষ পর্যন্ত পেশী-শক্তির ম্যাচটিতে আর কোন গোল না হওয়ার ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাজী জসিমউদ্দিন জোসীর শিষ্যরা।

নিজেদের ১৯ ম্যাচে এটা ‘জায়ান্ট কিলার’ খ্যাত রহমতগঞ্জের ১১তম হার। ১৪ পয়েন্ট নিয়ে আগের নবম স্থানেই আছে পুরনো ঢাকার এ ক্লাবটি।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ১১ আগষ্ট ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।