ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

সাফ অনূর্ধ্ব-১৬

মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম খেলায় মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তানের কিশোররা। অন্যদিকে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ের এই ম্যাচে টিকতে না পেরে এই আসর থেকে বিদায় নিতে হলো মালদ্বীপকে।

তাদের প্রথম ম্যাচে নেপালের কাছে ৫-০ গোলের ব্যাবধানে বিধ্বস্ত হয়েছিলো।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার শুরু থেকেই আফগান কিশোরদের কাছে কোণঠাসা ছিলো মালদ্বীপের কিশোররা। প্রধমার্ধের ১১মিনিটের মাথায় শায়িক হাকিমির গোলে ১-০ তে এগিয়ে যায় আফগানরা।

এরপর মালদ্বীপের গোল পোস্টে একাধিক আক্রমণ চলতে থাক। তবে খেলার ৩০ মিনিটে মালদ্বীপ কাউন্টার অ্যাটাক চালায়। ফরোয়ার্ড আহমেদ ফিরাশের দূরপাল্লার শর্ট কর্নার দিয়ে এই যাত্রায় রক্ষা করেন আফগান গোলকিপার ইদ্রিস আহমেদি। খেলার প্রথমার্ধ আরও সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কেউই। ফলে প্রথমার্ধের খেলা শেষে আফগানরা এগিয়ে থাকে ১-০ গোলের ব্যাবধানে।

এদিকে দ্বিতীয়ার্ধের ৩ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন আবদুল নাসের আমিনি। দ্বিতীয়ার্ধের ৯ মিনিটের মাথায় আবারও দলকে গোল উপহার দেন তিনি। ফলে আফগানরা ৩-০ গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটে মাথায় মালদ্বীপের আহমেদ ফিরাশের লম্বা পাস ধরে আফগান ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করেন বদলি খেলোয়ার ইয়ানিশ আদিল। তখন খেলার ফলাফল দাঁড়ায় ৩-১।

কিন্তু ৩১ মিনিটে আফগান বদলি খেলোয়াড় শের আহমদ হামিদীর গোলের ফলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-১।

যদিও দ্বিতীয়ার্ধের ৩৯ মিনিটের পেনাল্টি থেকে গোল করে দলের পরাজয়ের ব্যবধান কমান মালদ্বীপ অধিনায়ক ইসমাইল জান আমির। কিন্তু ব্যবধান কমালেও ৪-২ গোলে পরাজয় নিয়ে সাফের এই আসর থেকে বিদায় নিতে হয়েছে তাদের।

খেলা সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। এছাড়া ধারাবিবরণী সম্প্রচার করছে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) একই মাঠে একই সময়ে ভারতে বিপক্ষে খেলতে নামবে স্বাগতিক বাংলাদেশের কিশোররা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘন্টা, আগস্ট ১২, ২০১৫
এএএন/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।