ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

মরিনহো-ইভা ইস্যুতে চটেছেন ব্রুকনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
মরিনহো-ইভা ইস্যুতে চটেছেন ব্রুকনার

ঢাকা: ক্ষ্যাপাটে কোচ হিসেবে বিশ্বফুটবলে পরিচিত চেলসির কোচ হোসে মরিনহো। তার ক্ষ্যাপাটে আচরণের কারণে ক্ষমা চাইতে হবে বলে জানালেন লিভারপুলের সাবেক প্রধান চিকিৎসক আর ক্রিকেটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের প্রধান চিকিৎসক পিটার ব্রুকনার।



ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুমের প্রথম ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে জয় পায় নি বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ম্যাচে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় মরিনহোর শিষ্যদের। পয়েন্ট ভাগাভাগি হওয়ায় মরিনহো তার শিষ্যদের যতটা না দোষ দিচ্ছেন, তার থেকে বেশি দোষারোপ করছেন তার সঙ্গে থাকা ব্লুজদের কোচিং স্টাফদের। বিশেষ করে চেলসির নারী চিকিৎসক ইভা কার্নেরোর উপর বেজায় চটেছেন মরিনহো।

সে ম্যাচে চেলসির তারকা ফুটবলার এডেন হ্যাজার্ড কিছুটা চোট পেলে তাকে মাঠ থেকে তুলে নেন ইভা। আর তাতেই কাল হয়ে দাঁড়িয়েছে চেলসির জয়ের সম্ভাবনা-এমনটি মনে করেন মরিনহো। এ প্রসঙ্গে তিনি বলেন, সামান্য চোটে একজন ফুটবলারকে মাঠ থেকে যারা তুলে নেয়, তাদের অনভিজ্ঞ চিকিৎসক বলা ছাড়া কোনো উপায় নেই। দলের নারী চিকিৎসক ইভা একজন ‘অনভিজ্ঞ চিকিৎসক’। তিনি ফুটবল খেলাটা একেবারেই বুঝেন না।

ইভাকে কিছুটা অপমান করে মরিনহো বলেছেন, সাইড বেঞ্চে আমার সঙ্গে ডাক্তার, কিটম্যান কিংবা অফিস-স্টাফ, যে-ই বসুক, তাকে অবশ্যই ফুটবল খেলাটা বুঝতে হবে। থিবো কোর্তোয়া ম্যাচে লাল কার্ড দেখায় আমরা দশজন নিয়ে খেলছিলাম। হ্যাজার্ডকে মাঠের বাইরে নিয়ে যাওয়ায় আউটফিল্ডে ছিল মাত্র আটজন ফুটবলার। সামান্য আঘাতেই হ্যাজার্ডকে মাঠের বাইরে নিয়ে খুব খারাপ কাজ করেছেন ইভা।

এদিকে, মরিনহোর এমন মন্তব্য চটেছেন অজিদের প্রধান চিকিৎসক ব্রুকনার। তিনি বলেছেন, আমি মনে করি চেলসির চিকিৎসক শতভাগ সঠিক কাজটিই করেছেন। আর কোচের কথা বলতে গেলে আমার মতে, মরিনহো শতভাগ ভুল কাজটিই করেছেন। তার ক্ষমা চাওয়া উচিৎ। কারণ, কোনো খেলোয়াড়ের আঘাতের বিষয়ে কোচের মাথা ঘামানোর প্রয়োজন নেই। কোনো চিকিৎসক যেমন কোনো কোচকে বলেন না, তার শিষ্যদের ৪-৩-৩ ফরমেশনে খেলাতে।

ব্রুকনার আরও বলেন, চেলসি ক্লাব কর্তৃপক্ষকে অবশ্যই বিষয়টি নিয়ে ভাবতে হবে। তাদের নিশ্চিত করতে হবে, ম্যাচের বাজে ফলাফলের জন্য চিকিৎসকরা দায়ী নয়। আর এভাবে জনসম্মুখে একজন নারী চিকিৎসককে অপমান করার জন্য মরিনহোকে জবাবদিহিতার আওতায় আনা উচিৎ।

এদিকে, মরিনহোকে আরও চার বছরের জন্য রেখে দিচ্ছে ইংলিশ ক্লাবটি। ২০১৯ সাল পর্যন্ত মরিনহো চেলসির কোচ হিসেবে থাকছেন। এর আগে ২০০৪-০৭ সাল পর্যন্ত ক্লাবটির দায়িত্বে ছিলেন ৫২ বছর বয়সী মরিনহো। ২০১৩ সালে পুনরায় স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেয়ার পরে গত বছর চেলসিকে লিগ শিরোপা ও লিগ কাপ শিরোপা উপহার দেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১৩ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।