ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

অ্যামেচার রেটিং দাবায় শীর্ষে ১২ জন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
অ্যামেচার রেটিং দাবায় শীর্ষে ১২ জন ছবি : সংগৃহীত

ঢাকা: ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার থেকে শুরু হওয়া ‘ওয়ালটন ১ম অ্যামেচার আন্তর্জাতিক  রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৫’র খেলা বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়।

তৃতীয় রাউন্ড শেষে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ১২ জন দাবাড়ু।



তারা হলেন কিংশুক দাস, মো. এমদাদুল হক, রহমান সাইমন সিদ্দিকুর, খান নজরানা, ফয়সাল হোসাইন, অভিক সরকার, মো. মানিক, খান জুয়েল, মো. সাইফুল ইসলাম, আহমেদ ফিরোজ, নয়ন কুমার মহন্ত ও যাবের আল হামিদ।

ওয়ালটন প্রথম অ্যামেচার আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা চলবে ১৯ আগস্ট পর্যন্ত। এখানে অনূর্ধ্ব-২০০০ ফিদে রেটিংধারী দাবাড়ুরাই অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ১৩ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।