ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

ফিফা অ-১৭ বিশ্বকাপের ব্রান্ড অ্যাম্বাসেডর গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
ফিফা অ-১৭ বিশ্বকাপের ব্রান্ড অ্যাম্বাসেডর গাঙ্গুলি ছবি : সংগৃহীত

ঢাকা: ক্রিকেটের পর ফুটবলের মাঠ দাপানো টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। ২০১৭ সালে ভারতের মাটিতে ছোটদের বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে।



ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর গাঙ্গুলি ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দল অ্যাতলেতিকো দি কলকাতার মালিকানা নেন। আইএসএলে তার দলটি বর্তমান চ্যাম্পিয়ন।

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আসরের প্রধান স্পন্সর ‘কোকাকোলা’। আর এ প্রতিষ্ঠানটি গাঙ্গুলিকে ২০১৭ সালের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ করেছে। ফলে, ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োজিত থাকবেন গাঙ্গুলি।

এর আগে ‘কোকাকোলা’র সঙ্গে ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার চুক্তিবদ্ধ ছিলেন। গত বছর লিটন মাস্টারের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এবার তার স্থলাভিষিক্ত হলেন দীর্ঘদিনের সতীর্থ গাঙ্গুলি।

কোকাকোলার ভারত ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার সহ-সভাপতি (বিপণন ও বাণিজ্যিক) দেবব্রত মুখোপাধ্যায় ভারতের সাবেক অধিনায়কের প্রসঙ্গে বলেন, গাঙ্গুলী ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের অংশ হিসেবে কাজ করবেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ১৩ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।