ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

এসেন্ট কর্পোরেট ফাইভ-এ-সাইড সকার কাপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এসেন্ট কর্পোরেট ফাইভ-এ-সাইড সকার কাপ ছবি : সংগৃহীত

ঢাকা: ‘কর্পোরেট ফাইভ-এ-সাইড সকার কাপ’ ২০০৬ সাল থেকে বাংলাদেশে শুরু হয়। কর্পোরেট এক্সিকিউটিভস এবং অ্যামেচারদের জন্য ২৪ দল নিয়ে শুরু হয়েছিল এই ইভেন্টটি।

বর্তমানে ৪০ টিরও বেশি দল খেলছে এ আসরে।

উত্তরার স্কলাসটিকা স্কুল প্রাঙ্গনে প্রতিযোগিতাটি শুরু হবে ১৪ অগাস্ট থেকে। প্রতিদিন সকাল ১০ টা খেলা শুরু হবে। যা চলবে ২২ আগস্ট পর্যন্ত। ঐ দিনই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

এবার ইভেন্টটি ১০ম বর্ষে পদার্পন করছে। গত ১০ বছরে  ৪০০টি কর্পোরেট টিমের এক হাজার জনেরও বেশি কর্মকর্তা অংশগ্রহণ করেছিল।

গত ৮ বছর ধরে এসেন্ট গ্রুপ এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর, যা বর্তমানে এসেন্ট কাপ নামে পরিচিত। এই বছর এসেন্ট কাপের স্পন্সর এবং পার্টনার হিসেবে বেশ কয়েকটি কোম্পানি থাকছে, যারা নিজ নিজ ব্যবসায় সাফল্যের সাথে নেতৃত্ব দিচ্ছে। গতবছর এই কাপটি জেমকন গ্রুপ জিতেছিল।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ১৩ আগস্ট ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।