ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

টানা ১১ বছর শীর্ষে শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
টানা ১১ বছর শীর্ষে শারাপোভা ছবি : সংগৃহীত

ঢাকা: আবারও নারী অ্যাথলেটদের মধ্যে এক বছরে সবচেয়ে বেশি আয় করেছেন টেনিস তারকা মারিয়া শারাপোভা। বর্তমানে মেয়েদের টেনিসের এক নম্বর খেলোয়াড় সেরেনা উইলিয়ামস এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন।



বিশ্বের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস এর মতে, সর্বোচ্চ আয়ের দিক দিয়ে নারী ক্রীড়াবিদের তালিকায় আবারও শীর্ষে থাকা শারাপোভা এ নিয়ে টানা ১১ বছর শীর্ষস্থান ধরে রাখলেন। রাশিয়ান টেনিসের এই সুপারস্টারের শীর্ষস্থান নিশ্চিত করতে বিবেচনায় নেওয়া হয়েছে ২০১৪ সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত (১২ মাস)। নারী অ্যাথলেটদের প্রাইজমানি, স্পনসরশিপ এবং অন্য উৎস থেকে আসা আয়কে বিবেচনা করা হয়।

তালিকার শীর্ষ দশ জনের মধ্যে সাত জনই টেনিস খেলোয়াড়।

ফোর্বসের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর ফরাসি ওপেন জেতা ২৮ বছর বয়সী শারাপোভা প্রাইজমানি থেকে পান ৬৭ লাখ ডলার। আর সব মিলিয়ে তার আয় ছিল ২ কোটি ৯৭ লাখ ডলার। বাংলাদেশি টাকায় ২২৭ কোটি ২০ লাখ। এর মধ্যে ব্যক্তিগত ব্যবসা, বিজ্ঞাপন ও বিভিন্ন পণ্যের দূত হওয়াসহ বিভিন্ন খাত থেকে আসা আয়ও ধরা হয়েছে।

বর্তমানে মেয়েদের টেনিসের এক নম্বর খেলোয়াড় সেরেনা উইলিয়ামস এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন। বছরে তার আয় ২ কোটি ৪৬ লাখ ডলার। যা বাংলাদেশি অঙ্কে ১৯১ কোটি ৪১ লাখ টাকা। এক কোটি ৪৬ লাখ ডলার নিয়ে ক্যারোলিন ওজনিয়াকি রয়েছেন তৃতীয় স্থানে।

চতুর্থ স্থানে আছেন মোটর রেসিংয়ের ড্যানিকা প্যাট্রিক। তালিকার চতুর্থ স্থানে থাকা যুক্তরাষ্ট্রের এই মোটর রেসিং ড্রাইভারের আয় ১ কোটি ৩৯ লাখ ডলার। টেনিসের বাইরের অ্যাথলেটদের মধ্যে শীর্ষ দশে সবার ওপরে প্যাট্রিক।

এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন আরেক টেনিস তারকা আনা ইভানোভিচ। ষষ্ঠ স্থানে পেত্রা কেভিতোভা। সপ্তম স্থানে সিমোনা হালেপ। মিক্সড মার্শাল আর্ট ও জুডোর তারকা রোন্ডা রোউজি রয়েছেন অষ্টম স্থানে। আমেরিকান এই জুডো তারকা একজন অভিনেত্রী। গলফার স্টেসি লুইস নবম এবং দশম স্থানে রয়েছেন আরেক টেনিস তারকা আগ্নেয়স্কা রাদওয়ানস্কা।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ১৪ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।