ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

নেইমারের চোখে বিশ্ব সেরারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
নেইমারের চোখে বিশ্ব সেরারা ছবি : সংগৃহীত

ঢাকা: বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ব্রাজিল অধিনায়ক নেইমার। সেলেকাওদের এ সুপারস্টার খেলে থাকেন বিশ্বসেরা তারকা আর্জেন্টাইন দলপতি লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা আর লুইস সুয়ারেজদের মতো গ্রেটদের সাথে।

কিন্তু, তাদের সঙ্গে খেলে যতটা না তৃপ্তি পান নেইমার, তার থেকেও বেশি তৃপ্তি পেতেন অন্য তিন কিংবদন্তি ফুটবলারদের সঙ্গে।

ফুটবলে নেইমারের প্রথম পছন্দ ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান, ব্রাজিলের রোমারিও আর রোনালদো। তবে, বর্তমান ব্রাজিল অধিনায়কের ছোটবেলার নায়ক ছিলেন রবিনহো। আর ২৩ বছর বয়সী নেইমারের ভালো বন্ধু বার্সেলোনায় এক সঙ্গে খেলা দানি আলভেজ।

ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, আমি ছোটবেলা থেকেই রোমারিওর বড় ভক্ত ছিলাম। তিনি বিশেষ একজন ফুটবলার, যার সেঙ্গে খেলতে পারলে ভালো লাগতো। জিদানের ক্ষেত্রেও আমি একই কথা বলব।

এদিকে, রোনালদো প্রসঙ্গে সেলেকাও দলপতি বলেন, আমি রোনালদোর সঙ্গে মাত্র একটি ম্যাচ খেলেছি। দেশের জার্সি গায়ে সেটি ছিল তার শেষ ম্যাচ। তার সঙ্গে আরও কয়েকটি ম্যাচ খেলতে পারলে মন্দ হতো না।

ফুটবলের নায়ক কে, এমন প্রশ্নের জবাবে নেইমার বলেন, সেই ছোট বেলা থেকেই আমি রবিনহোকে পছন্দ করতাম। শুধুমাত্র সান্তোসে থাকাকালীন সময়ে নয়, দেশের জার্সি গায়ে তার পাশে খেলা আমাকে আনন্দ দেয়। রবিনহোর সঙ্গে খেলতে পারাটা আমার জন্য খুব আনন্দের বিষয় ছিল।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ১৪ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।