ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

মুলারকে কেনার সামর্থ্য নেই ম্যানইউর!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
মুলারকে কেনার সামর্থ্য নেই ম্যানইউর! ছবি : সংগৃহীত

ঢাকা: জার্মান তারকা থমাস মুলারকে কি আদৌ দলে ভেড়াতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড? আপাতদৃষ্টিতে তা মনে হচ্ছে না। স্বয়ং বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কমকর্তা (সিইও) কার্ল হেইঞ্জ রুমেনিগে এতে বাদ সেধেছেন।

রীতিমত বলেই দিয়েছেন, মুলার বিক্রির জন্য নয়।

এমনকি এ নিয়ে উপহাসও করেছেন রুমেনিগে। তার মতে, ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর মুলারকে কেনার মতো সামর্থ্য নেই!

এক সাক্ষাৎকারে রুমেনিগে বলেন, ‘মুলার ইজ নট ফর সেল (মুলার বিক্রির জন্য নয়)। আমাদের ইংলিশ সহকর্মীরা মুলারকে কেনার মতো অর্থের যোগান দিতে পারবে না। ’

মুলার ছাড়াও সার্জিও রামোসকে দলে ভেড়ানোর জোর প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হয় ২০ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন এ স্প্যানিশ ডিফেন্ডার।

অন্যদিকে, জার্মান ক্লাব উলফসবার্গ থেকে বেলজিয়ান উইঙ্গার ডি ব্রুনকে দলে টানার চেষ্টা চালাচ্ছে ম্যানচেষ্টার সিটি। তবে বুন্দেসলিগা প্রতিদ্বন্দ্বীরাও সিটিজেনদের না বলে দেবে বলে আশা প্রকাশ করেন রুমেনিগে।

আর্থিক বিষয়ে মজা করেই খোঁচা দেন বায়ার্নের সিইও। কারণ, কে না জানে টেলিভিশন সত্ত্ব বৃদ্ধির সুবাদে ইংলিশ ক্লাবগুলোর আয় আগের তুলনায় অনেক বেড়েছে। তবে অর্থ দিয়েই কী সব হয়! সেই বিষয়টিও তুলে ধরেন জার্মানির হয়ে তিনটি বিশ্বকাপ খেলা রুমেনিগে। ‘ইংলিশ ক্লাবগুলো তারকা খেলোয়াড়দের দলে ভেড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। টাকাই সব কিছু নয়। রামোস, মুলার, ডি ব্রুনসহ আরো অনেককেই তারা আনতে চাইছে। কিন্তু দিন শেষে তাদের খালি হাতেই ফিরতে হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।