ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

নেইমার না থাকায় এনরিকের ক্ষোভ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
নেইমার না থাকায় এনরিকের ক্ষোভ

ঢাকা: ২০১৪-১৫ মৌসুমে ইউরোপে উয়েফার সেরা খেলোয়াড় হওয়ার জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, উরুগুয়ের লুইস সুয়ারেজ আর রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বার্সার ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার শীর্ষ তিনে জায়গা পাননি।



আর তাতেই চটেছেন গত মৌসুমের ট্রেবল জয়ী কাতালান কোচ লুইস এনরিক।

গত মৌসুমে মেসি-সুয়ারেজ-নেইমার মিলে কাতালানদের হয়ে গোল করেছেন ১২২টি। এ তিন স্ট্রাইকার দলকে জিতিয়েছেন লা লিগা, কোপা দেল রে আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। অপরদিকে রিয়ালের হয়ে কোনো শিরোপার স্বাদ নিতে পারেন নি পর্তুগিজ অধিনায়ক রোনালদো।

এনরিক জানান, কে এই সিদ্ধান্ত নিয়েছে? নেইমারকে ছাড়া ইউরোপে সেরা তিনজনের সংক্ষিপ্ত তালিকা সঠিকভাবে তৈরি করা হয়নি। আমি মনে করি, সঠিকভাবে তালিকা তৈরি করা হলে মেসি-সুয়ারেজদের পাশে রোনালদো নয়, নেইমার থাকতো।

২৭ আগস্ট মোনাকোতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে। গত মৌসুমে রিয়ালের হয়ে ৫৪ ম্যাচে ৬১ গোল করা রোনালদো সর্বশেষ মর্যাদাপূর্ণ এ পুরস্কার জেতেন। ২০১৪-১৫ মৌসুমে ইউরোপের সেরা খেলোয়াড়ের ১০ জনের তালিকা থেকে ইউরোপের ৫৪ জন সাংবাদিকের ভোটে তিন জনের এই সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ১৪ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।