ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

পঞ্চম শিরোপার লক্ষ্যে নামছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
পঞ্চম শিরোপার লক্ষ্যে নামছে বার্সা

ঢাকা: উয়েফা সুপার কাপ জয়ী স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সামনে আরেকটি শিরোপার হাতছানি। স্প্যানিশ সুপার কাপের লড়াইয়ে মাঠে নামছে মেসি, নেইমার, সুয়ারেজ আর ইনিয়েস্তারা।



গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সা বছরের পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে খেলতে নামবে। কাতালানদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে অ্যাতলেতিকো বিলবাও।

দুই লেগের প্রথমটি বিলবাওয়ের ঘরের মাঠ সানমামেসে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত দুইটায় (১৫ আগস্ট) ম্যাচটি অনুষ্ঠিত হবে।

লা লিগা চ্যাম্পিয়ন ও স্প্যানিশ কাপ বিজয়ীর মধ্যে হাইভোল্টেজ এ ম্যাচ দু’টি হয়ে থাকে। তবে, গত মৌসুমে ওই দুই টুর্নামেন্টে কাতালানরা জেতায় এবারের স্প্যানিশ সুপার কাপে তাদের প্রতিপক্ষ স্প্যানিশ কাপের রানার্সআপ হওয়া অ্যাতলেতিকো বিলবাও।

উয়েফা সুপার কাপে সেভিয়ার বিপক্ষে দারুণ জয়ে বেশ উজ্জীবিত বার্সা শিবির। গত মঙ্গলবার রাতে সেভিয়াকে হারিয়ে সুপার কাপ জিতে নেয় মেসি-সুয়ারেজ-নেইমাররা।

তবে, ইনজুরির কারণে অ্যাতলেতিকোর বিপক্ষে দুই লেগের কোনোটিতেই মাঠে নামতে পারবেন না বার্সার অন্যতম স্ট্রাইকার ব্রাজিল তারকা নেইমার। এছাড়া রয়েছে জরদি আলবার চোট। তারপরও অপেক্ষাকৃত দুর্বল বিলবাওয়ের বিপক্ষে ফেভারিট হিসেবে ধরে নেওয়া যায় বার্সাকে।

মুখোমুখি লড়াইয়ে এগিয়ে লুইস এনরিকের বার্সা। ২০১৩ সালের পর কাতালানরা পাঁচবার বিলবাওয়ের মুখোমুখি হয়। এর চারটিই জিতে নেয় বার্সা। তবে, ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচ হওয়ায় বেশ আত্মবিশ্বাসী বিলবাও।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ১৪ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।