ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

শিগগিরিই দেশে ফিরবেন সেলিম উদ্দিন!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
শিগগিরিই দেশে ফিরবেন সেলিম উদ্দিন!

ঢাকা: ৬৫তম ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে ফেরেননি বিয়ানীবাজার ফুটবল ক্লাবের কর্মকর্তা সেলিম উদ্দিন। সেই কংগ্রেসে গিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়সহ বাংলাদেশের পাঁচ সদস্য।

ফলে বাংলাদেশ ফুটবলের নীতিনির্ধারকদের সাথে গিয়ে সেলিম উদ্দিনের গায়েব হয়ে যাওয়ার বিষয়টি সহজ ভাবে নিচ্ছেনা অনেকেই।

তার ফিরে না আসার বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহগ জানালেন, 'তার ফিরে না আসার বিষয়টি জেনেছি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তার নাম সুপারিশ করেছিল, ফলে আমরা দূতাবাসের কাছে তাকে ভিসা দেওয়ার জন্য চিঠি দিয়েছি। '

তিনি আরো জানালেন, 'তবে এর সাথে যেহেতু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নামটি জড়িয়ে গেছে, তাই আমরা গুরুত্বের সাথে বিষয়টি  দেখছি। সর্বশেষ খবর যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় জানিয়েছেন, সেলিম উদ্দিন দ্রুতই দেশে ফিরে আসবেন। ' 

তবে গোপন সূত্রে জানা গেছে, ঊর্ধ্বতন কর্তারা জোর করার পরেই সেলিম উদ্দিনকে ডেলিগেট করতে বাধ্য হয়েছিল বাফুফে। বিয়ানীবাজার ফুটবল ক্লাবের কর্মকর্তা সাজিয়ে তার নাম পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।