ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

টানা দ্বিতীয় ম্যাচে ম্যানইউ’র জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
টানা দ্বিতীয় ম্যাচে ম্যানইউ’র জয় ছবি: সংগৃহীত

ঢাকা: আরেকবার ভাগ্যের সহায়তায় জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো ইংলিশ প্রিমিয়ারের জায়ান্ট দল ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাস্টনভিয়াকে আদনান জানুজাজের একমাত্র গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ারের নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লুইস ফন গালের ম্যানইউ।



মৌসুমের প্রথম ম্যাচে আত্মঘাতী গোলের সুবাদে জয় পাওয়া ম্যানইউ এ ম্যাচেও অনেকটা ভাগ্যের ছোঁয়া পায়। ম্যাচের ২৯ মিনিটে জানুজাজ যে গোলটি করেছেন তা প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। আর তারও আগে গোলবারে লাগে বল।

হুয়ান মাতার অ্যাসিস্ট থেকে বেলজিয়ামের উঠতি তারকা ২০ বছর বয়সী জানুজাজের গোলের পর আর কোনো গোলের দেখা পায়নি ম্যানইউ।

৪-২-৩-১ ফরমেশনে খেলা ম্যানইউ’র হয়ে প্রথম একাদশে ছিলেন রোমেরো, স্মলিং, ব্লাইন্ড, লুক শ, ক্যারিক, স্নেইডারলিন, মাতা, জানুজাজ আর ওয়েইন রুনি। এছাড়া বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামনে বাস্তিয়ান শোয়াইন্সটাইগার, আন্দ্রে হেরেরা আর অ্যাশলে ইয়ংয়ের মতো তারকারা।

প্রথম দুই ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া ফন গালের শিষ্যরা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, ১৫ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।