ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

কোয়ার্টারে সানিয়া-হিঙ্গিস জুটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
কোয়ার্টারে সানিয়া-হিঙ্গিস জুটি ছবি: সংগৃহীত

ঢাকা: কানাডা ওপেন টেনিসে প্রমীলা দ্বৈতের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস। জার্মান-পোলিশ জুটি জুলিয়া জর্জেস এবং ক্লদিয়া জানসকে হারিয়েছেন সানিয়ারা।



‌উইম্বলডন চ্যাম্পিয়ন সানিয়া-হিঙ্গিস জুটি টরোন্টোর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে ৫৪ মিনিট দীর্ঘ করেছেন আভিভা সেন্টারের আউটডোর হার্ডকোর্টে অনুষ্ঠিত ম্যাচটিতে।

জর্জেস-জানস জুটির বিপক্ষে সহজ জয়ই পেয়েছেন তারা। ম্যাচে সানিয়া-হিঙ্গিস জুটি জয় পেয়েছেন ৬-৩, ৬-২ সেটে।

কোয়ার্টার ফাইনালে সানিয়াদের প্রতিপক্ষ চাইনিজ তাইপের জুটি হাও চিং-চান এবং ইয়ং জান-চান।

বাংলাদেশ সময়: ১০২১ ঘন্টা, ১৫ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।