ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

ব্লাটারকে জেলের হুমকি দিয়েছিলেন প্লাতিনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
ব্লাটারকে জেলের হুমকি দিয়েছিলেন প্লাতিনি ছবি: সংগৃহীত

ঢাকা: সেপ ব্লাটারকে জেলের হুমকি দিয়েছিলেন উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। ফিফার প্রেসিডেন্ট নির্বাচনে না দাড়ানোর জন্য ব্লাটারের ভাইয়ের কাছে এমন হুমকি দিয়েছিলেন বলে জানান খোদ ব্লাটারই।



চলতি বছরের মে মাসে পঞ্চমবারের মত ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হলেছিলেন ব্লাটার। তবে বিশ্ব ফুটবলের গভর্নিবডির ওপর দুর্নীতির অভিযোগ ওঠায় কিছুদিন পরেই তিনি পদত্যাগ করেন।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফিফার নতুন নির্বাচনের সময় ঘোষণা করা হবে। আর সে নির্বাচনে সাবেক ফ্রেঞ্চ ফুটবলার প্লাতিনি অংশগ্রহন করবেন বলে জানিয়েছেন।

এদিকে ব্লাটার জানিয়েছেন, পর্দার আড়ালে প্লাতিনি খুবই খারাপ কাজ করেছে। নির্বাচনের দু’দিন আগে আমার ৮০ বছর বয়স্ক ভাই পিটার ব্লাটারের কাছে আমাকে জেলের হুমকি দিয়েছে।

ব্লাটার বলেন, ‘প্লাতিনি আমার ভাইয়ের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছিল। তারা একই টেবিলে বসেছিল। এবং সে বলেছিল, সেপকে অবশ্যই নির্বাচনের আগে নিজের নাম প্রত্যাহার করতে হবে। অন্যথায় সে জেলে যাবে। ’

ব্লাটার আরো জানান, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি আমার কাছে এসে বলেছিল, প্লাতিনির কথা শুনে আমার ভাই কেঁদে উঠেছিল।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।