ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

ড্র করে প্লে-অফ পর্বে শেখ জামাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
ড্র করে প্লে-অফ পর্বে শেখ জামাল ছবি: সংগৃহীত

ঢাকা: দরকার ছিল ড্রয়ের। আর সেটাই করে দেখালো বর্তমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয়ী শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

শনিবার (১৫ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এএফসি কাপের ‘বি’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক এফসি আলগা বিশকেকের সঙ্গে। ফলে দলটি প্রতিযোগিতার প্লে-অফ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে বেনফিকা ডি ম্যাকাও ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল জামাল। আর নিজেদের প্রথম ম্যাচে আলগা ২-০ গোলে হারিয়েছিল বেনফিকাকে।  

ম্যাচের ২২ মিনিটে আমিরভ ইলদারের গোলে এগিয়ে যায় আলগা (১-০)। ৭৭ মিনিটে নাইজিরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন গোল করলে সমতায় ফেরে শেখ জামাল। নির্ধারিত সময় শেষে মালয়েশিয়ার রেফারি নাফিজ আবদুল ওয়াহাব খেলা শেষ হবার বাঁশি বাজালে লক্ষ্যপূরণের জয় নিয়ে মাঠ ছাড়ে জোসেফ আফুসির শিষ্যরা।

প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে প্লে-অফ পর্বে। তারপর খেলবে যথাক্রমে গ্রুপ পর্বে এবং নকআউট (চূড়ান্ত পর্ব) পর্বে। জামাল এবং আলগার উভয়েরই সংগ্রহ ২ খেলায় ৪ পয়েন্ট। কিন্তু গোল গড়ে এগিয়ে থাকায় জামালই প্লে-অফ পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।